Ajker Patrika

মাদকের অভিযানের সময় পুলিশের ওপর হামলার অভিযোগ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ১৫: ০৪
মাদকের অভিযানের সময় পুলিশের ওপর হামলার অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার (২৩ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, মাদক কারবারের খবর পেয়ে কারবারিদের আটকের উদ্দেশ্যে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে মাদক কারবারিরা। তাৎক্ষণিকভাবে পুলিশ নিজেদের আত্মরক্ষার্থে তাদের ওপর ১৮ রাউন্ড গুলি ছোড়ে। বিষয়টিকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ‘গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনাকালীন মাদক ব্যবসায়ীরা আমাদের উপস্থিতি টের পেয়ে যাওয়ায় আমাদের ওপর ইটপাটকেল ছুড়ে মারা শুরু করে। অভিযানের স্থানটিতে চারদিকে প্রচুর অন্ধকার থাকায় আমরা কোনো কূল-কিনারা না পেয়ে নিজেদের আত্মরক্ষায় গুলি ছুড়ে নিরাপদে স্থান ত্যাগ করি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত