Ajker Patrika

ট্রেনের ধাক্কায় এনজিও কর্মীর মৃত্যু

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ০১ জুন ২০২২, ১৭: ৩৯
ট্রেনের ধাক্কায় এনজিও কর্মীর মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় আকলিমা খাতুন (৩২) নামে বেসরকারি সংস্থার (এনজিও) এক কর্মী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কালীগঞ্জ পৌরসভার মূলগাঁও রেললাইন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, আকলিমা সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার ভায়া গ্রামের ইদ্রিস আলীর মেয়ে। তিনি নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভায় সেবা নামের একটি বেসরকারি সংস্থায় ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার উপপরিদর্শক এসআই মো. আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিল এ ঘটনার কথা স্থানীয় আড়িখোলা রেলওয়ে স্টেশনের ইনচার্জকে অবহিত করা হয়েছে।

এনজিও সেবার ব্রাঞ্চ ম্যানেজার মাসুদুল হক বলেন, ‘আকলিমা গ্রাহকদের কাছ থেকে ঋণের টাকা তুলতে ঘোড়াশাল থেকে কালীগঞ্জের মূলগাঁও এলাকায় যান। টাকা তুলে অফিসে ফেরার পথে ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে পড়ে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।’

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক লুবনা খানম বলেন, আকলিমার মাথায় ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর নাক ও মুখ দিয়ে রক্ত বের হয়। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে আড়িখোলা রেলস্টেশনের স্টেশন ইনচার্জ মো. সাইদুল ইসলাম বলেন, ‘আমি কালীগঞ্জ থানা-পুলিশের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। এ ব্যাপারে রেলওয়ে পুলিশ নরসিংদী ফাঁড়ি ইনচার্জকে জানানো হবে। তিনি এ ব্যাপারে ব্যবস্থা নেবেন।’

এ ঘটনায় রেলওয়ে নরসিংদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এমাইদুল জিহাদী জানান, এ ব্যাপারে এখনো কোনো তথ্য পায়নি। তবে তথ্য পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মিয়ানমারে নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টাকে দেশে ফেরার নির্দেশ

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ প্রসঙ্গে যা বলল পাকিস্তানের পত্রিকা দ্য ডন

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত