Ajker Patrika

এক পয়সা হারাম খাই না: শামীম ওসমান 

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৫ মার্চ ২০২২, ১৮: ৫৭
এক পয়সা হারাম খাই না: শামীম ওসমান 

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘আমি এক পয়সা হারাম খাই না। ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় আসার পর যখন দেশ ছেড়েছি, তখন বাইরে ১৮ ঘণ্টা কাজ করেছি। পিঠের চামড়া উঠে গেছে। এর পরেও আমি এক পয়সা হারাম খাইনি।’ 

আজ শুক্রবার বিকেলে সিদ্ধিরগঞ্জের রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

শামীম ওসমান বলেন, ‘অনেকে বোরকা পরে টিসিবির লাইনে দাঁড়িয়ে গেছে। আমার লজ্জা হয়। পৃথিবীর অন্য দেশে রমজান এলে দাম কমে, আমাদের দেশে আমরা ব্যবসায়ীরা দাম বাড়াই দেই।’ 

শামীম ওসমান আরও বলেন, ‘আমার লজ্জা লাগে, যে লোকটা দেশটা স্বাধীন করেছেন, সেই বঙ্গবন্ধুকে ব্রিটিশরা পাকিস্তানিরা হত্যা করতে সাহস পায়নি, তাঁদেরকে আমরা পুরো বংশসহ হত্যা করেছি। আমি দলকানা রাজনীতিবিদ না। আমি একটা জিনিস বুঝি, ভালোকে ভালো আর খারাপকে খারাপ বলব। আওয়ামী লীগ করে দেখে সবাই ভালো আর অন্য দল করে দেখে সবাই খারাপ তা না। ভালো মানুষের এখন বড় অভাব। একটা সময় ছিল, রাজনীতি মানে মানুষ তাকিয়ে দেখত কে রাজনীতিবিদ। তাকে সম্মান করে সালাম দিত। এখন ভয়ে মানুষ সালাম দেয়।’ 

সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নুর ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি মো. মতিউর রহমান ব্যাপারী, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, থানা আওয়ামী লীগের নেতা মাহবুব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো আসছে, পে কমিশন গঠন

ব্যাংকে চোখ বেঁধে গ্রাহককে হাতুড়িপেটা, পায়ের নখ তোলার চেষ্টা

‘সোজা কথা, যারে ভালো লাগবে তারে কোপামু’

শুল্ক ছাড়া যুক্তরাজ্যে তৈরি পোশাক রপ্তানির সুযোগ পেল ভারত

সর্বাত্মক যুদ্ধে জড়াতে পারে থাইল্যান্ড ও কম্বোডিয়া—শক্তিতে কে বেশি এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত