ঢাবি প্রতিনিধি
চাকরি স্থায়ীকরণের দাবিতে ছয় ঘণ্টা শাহবাগ অবরোধ করে রেখেছিলেন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আউটসোর্সিং কর্মীরা। আজ শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তাঁরা সড়ক অবরোধ করে রাখেন। বিকেলের পর তাঁরা শাহবাগ ছেড়ে যান। তাঁদের মধ্য থেকে ছয়জনের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় গেছেন।
অবরোধকে কেন্দ্র করে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্ট হয়। অনেককেই হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।
কর্মসূচি থেকে সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, অধিদপ্তরের সব প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রকল্পে কর্মরতদের চাকরি স্থায়ীকরণের এক দফা দাবি জানানো হয়।
যমুনায় আলোচনার বিষয়ে কর্মচারী পরিষদের সভাপতি মাহবুবুর রহমান বলেন, ‘আলোচনার জন্য যমুনা থেকে তাঁদের ডাকা হয়েছে। আলোচনার পর, এ বিষয়ে আমরা দেখব। দাবি আদায় না হলে আমাদের আন্দোলন চলমান থাকবে।’
অবরোধের ফলে যান চলাচল বন্ধ থাকা, যানজট ও দুর্ভোগের বিষয়ে শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, ‘সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আউটসোর্সিং কর্মীরা শাহবাগ মোড় অবরোধ করে রেখেছিলেন। পুলিশ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করেছে, জনগণের দুর্ভোগ নিরসনেও কাজ করছে।’
চাকরি স্থায়ীকরণের দাবিতে ছয় ঘণ্টা শাহবাগ অবরোধ করে রেখেছিলেন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আউটসোর্সিং কর্মীরা। আজ শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তাঁরা সড়ক অবরোধ করে রাখেন। বিকেলের পর তাঁরা শাহবাগ ছেড়ে যান। তাঁদের মধ্য থেকে ছয়জনের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় গেছেন।
অবরোধকে কেন্দ্র করে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্ট হয়। অনেককেই হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।
কর্মসূচি থেকে সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, অধিদপ্তরের সব প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রকল্পে কর্মরতদের চাকরি স্থায়ীকরণের এক দফা দাবি জানানো হয়।
যমুনায় আলোচনার বিষয়ে কর্মচারী পরিষদের সভাপতি মাহবুবুর রহমান বলেন, ‘আলোচনার জন্য যমুনা থেকে তাঁদের ডাকা হয়েছে। আলোচনার পর, এ বিষয়ে আমরা দেখব। দাবি আদায় না হলে আমাদের আন্দোলন চলমান থাকবে।’
অবরোধের ফলে যান চলাচল বন্ধ থাকা, যানজট ও দুর্ভোগের বিষয়ে শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, ‘সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আউটসোর্সিং কর্মীরা শাহবাগ মোড় অবরোধ করে রেখেছিলেন। পুলিশ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করেছে, জনগণের দুর্ভোগ নিরসনেও কাজ করছে।’
রাজধানীর মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার প্রায় ১ ঘণ্টা পর উদ্ধার করা হয় এর পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামকে। তখনো তাঁর দেহে প্রাণ ছিল। প্যারাস্যুট না খোলায় পাইলট অনিয়ন্ত্রিত গতিতে মূল দুর্ঘটনাস্থলের অদূরেই পড়ে গুরুতর আহত হন। তবে ভয়াবহ..
৩ ঘণ্টা আগেঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর ভুরঘাটা বাসস্ট্যান্ড থেকে উজিরপুরের জয়শ্রী পর্যন্ত ২৩ কিলোমিটার অংশে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে সংস্কারকাজ করা হচ্ছে। কিন্তু সেই কাজ শেষ না হতেই আবার অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করছে শত শত দূরপাল্লার বাস, ট্রাকসহ স্থানীয় যানবাহন।
৩ ঘণ্টা আগেআসল দুধের সঙ্গে সোডা, পাম তেল, ডিটারজেন্ট, হাইড্রোজেন পার-অক্সাইডসহ বিভিন্ন উপাদান মিশিয়ে বিপুল পরিমাণ ভেজাল দুধ তৈরি করা হতো। সরবরাহ করা হতো স্থানীয় প্রাণ দুগ্ধ সংগ্রহ কেন্দ্রে। সেই দুধ চলে যেত রাজধানী ঢাকাসহ সারা দেশে।
৩ ঘণ্টা আগেগ্রামীণ এলাকায় গড়ে তোলা হয়েছে মুরগির খামার। সেই খামারের গন্ধ ছড়িয়ে পড়ছে বসতবাড়িতে। এখানেই শেষ নয়, মুরগির বিষ্ঠা ফেলা হচ্ছে গ্রামের খালে। এতে দুর্গন্ধ যেমন ছড়াচ্ছে, তেমনি নষ্ট হচ্ছে জলাধারের পরিবেশ। এলাকাবাসী অভিযোগ করলে দেওয়া হচ্ছে হুমকি। প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়ার পরও থামছে না পরিবেশদূষণ।
৩ ঘণ্টা আগে