Ajker Patrika

প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন: কৃষিমন্ত্রী

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ১১ জুলাই ২০২২, ১৫: ৩৬
প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন: কৃষিমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘দেশের মানুষ এখন স্বাবলম্বী। আগে মানুষ অভাব-অনটনের কারণে না খেয়ে থাকত। এখন আর কেউ না খেয়ে থাকে না। এটা হলো দেশের উন্নয়ন। এই উন্নয়নের গতিকে আমাদের আরও এগিয়ে যেতে হবে।’ 

মন্ত্রী ঈদুল আজহা উপলক্ষে আজ সোমবার টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় দুস্থদের মধ্যে কোরবানির মাংস বিতরণের সময় এসব কথা বলেন। ইসলামিক রিলিফ বাংলাদেশ-এর অর্থায়নে এই মাংস বিতরণ করা হয়।

এ সময় মন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষির উন্নয়নের ওপর আরও গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন। আমরা সারের দাম কমিয়েছি। বিএনপির সময় সারের দাম তিন গুণ ছিল। কৃষকেরা সারের জন্য আবাদ করতে পারত না। সে সময় কৃষির কোনো উন্নয়নই ছিল না। এখন কৃষিতে আমুল পরিবর্তন এসেছে।’ 

পাইস্কা ইউনিয়নের থোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাংস বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসরকারি সংস্থা কর্ময়ানের সভাপতি আরশেদ আলী রাসু।

এতে আরও বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশীদ হীরা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চান মিয়া, ইসলামিক রিলিফ বাংলাদেশের কো-অর্ডিনেটর শাহীনুল আলম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত