Ajker Patrika

কবে থেকে মধ্যরাত পর্যন্ত চলবে মেট্রো, জানাল কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ১৮: ৪৬
কবে থেকে মধ্যরাত পর্যন্ত চলবে মেট্রো, জানাল কর্তৃপক্ষ

১৩ ডিসেম্বর থেকে চালু হচ্ছে মেট্রোরেলের আরও দুটি স্টেশন। আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত নতুন দুটি স্টেশনের নাম ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি মেট্রোস্টেশন। তবে এসব স্টেশন চালু হলেও মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে না। মেট্রোরেল বেলা সাড়ে ১১টা পর্যন্তই চলবে মতিঝিল পর্যন্ত। তবে রাতে কবে থেকে চলবে, সেই বিষয়ে ধারণা দিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। 

আজ বৃহস্পতিবার রাজধানীর প্রবাসীকল্যাণ ভবনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক মেট্রোরেল মধ্যরাত পর্যন্ত চলাচলের সময় এবং পুরো সপ্তাহে নিরবচ্ছিন্ন চলাচলের বিষয়ে কথা বলেন। 

এম এ এন ছিদ্দিক বলেন, এখন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সাড়ে ৮টা পর্যন্ত চলাচল করছে, আর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত চলছে বেলা সাড়ে ১১ পর্যন্ত। তবে আগামী তিন মাসের মধ্যে মেট্রোরেলের মতিঝিল পর্যন্ত সব স্টেশন চালু হবে। এরপর পর্যায়ক্রমে সময় বাড়বে। প্রথমে মতিঝিল পর্যন্ত সময় সমন্বয় করা হবে আগারগাঁওয়ের সঙ্গে। এরপরের তিন মাস পর্যায়ক্রমে আবার সময় বাড়িয়ে মধ্যরাত পর্যন্ত চলাচল করবে মেট্রোরেল। 

অর্থাৎ মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল চলাচলের জন্য অপেক্ষা করতে হবে ২০২৪ সালের জুন মাস পর্যন্ত।

এম এ এন ছিদ্দিক বলেন, শুক্রবার এখন সাপ্তাহিক ছুটির দিন হিসেবে আছে। তবে মেট্রোরেল পুরোপুরি মতিঝিল পর্যন্ত স্বাভাবিক সময়ের মতো যখন চলাচল করবে, তখন আলাদাভাবে শুক্রবার আর সাপ্তাহিক ছুটি থাকবে না। তখন স্টেশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের তিন ভাগ করে ছুটি দেওয়া হবে। 

এর আগে তিনি ১৩ ডিসেম্বর মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি মেট্রোস্টেশন উদ্বোধনের তথ্য জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত