নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহকারী প্রকৌশলী আবু শাহাদাৎ মো. শরীফের স্থাবর সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর স্ত্রী ফাতেমা আক্তারের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এসব নির্দেশ দেন।
শরীফের স্থাবর সম্পদের মধ্যে রয়েছে—কুমিল্লার রূপায়ণ দেলোয়ার টাওয়ারে ১টি বেসমেন্ট,১টি সেমি বেসমেন্ট ও দ্বিতীয় তলায় ১২২ বর্গফুটের দোকান। এ ছাড়া তাঁর নামে থাকা ৩টি ব্যাংক হিসাব ও ৬টি বিও হিসাব এবং তাঁর স্ত্রী ফাতেমা আক্তারের একটি ব্যাংক হিসাব।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এসব নির্দেশনা দেন বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান।
দুদকের সহকারী পরিচালক মো. মাইনউদ্দিন সম্পদ ক্রোক ও অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, আবু শাহাদাৎ মো. শরীফের বিরুদ্ধে পদ-পদবি ব্যবহারের মাধ্যমে প্রভাব খাটিয়ে অন্য কোনো উৎস থেকে অবৈধভাবে অর্থ অর্জন করে নিজ ও স্ত্রী ফাতেমা আক্তার মজুমদারের ব্যাংক হিসাবে আনয়ন করে বৈধতা প্রদানের চেষ্টা গ্রহণপূর্বক স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের কুমিল্লা শাখার ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মাসুদের হিসাবে স্থানান্তরসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধ করার অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে।
দুদক আবেদনে জানায়, আবু শাহাদাৎ মো. শরীফের নামের স্থাবর সম্পদ, ব্যাংক হিসাব ও বিও হিসাব এবং তাঁর স্ত্রী ফাতেমা আক্তার মজুমদার নামের ব্যাংক হিসাব থেকে অর্থ অন্যত্র স্থানান্তর, হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির আগে এসব সম্পদ স্থানান্তর, হস্তান্তর বা বেহাত হয়ে গেলে পরবর্তীতে উক্ত টাকা উদ্ধার করা দুরূহ হয়ে পড়বে। এ জন্য মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ১৪ ধারা মোতাবেক স্থাবর সম্পদ ক্রোক এবং ব্যাংক হিসাব ও বিও হিসাব অবরুদ্ধ করার নির্দেশ আবশ্যক।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহকারী প্রকৌশলী আবু শাহাদাৎ মো. শরীফের স্থাবর সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর স্ত্রী ফাতেমা আক্তারের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এসব নির্দেশ দেন।
শরীফের স্থাবর সম্পদের মধ্যে রয়েছে—কুমিল্লার রূপায়ণ দেলোয়ার টাওয়ারে ১টি বেসমেন্ট,১টি সেমি বেসমেন্ট ও দ্বিতীয় তলায় ১২২ বর্গফুটের দোকান। এ ছাড়া তাঁর নামে থাকা ৩টি ব্যাংক হিসাব ও ৬টি বিও হিসাব এবং তাঁর স্ত্রী ফাতেমা আক্তারের একটি ব্যাংক হিসাব।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এসব নির্দেশনা দেন বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান।
দুদকের সহকারী পরিচালক মো. মাইনউদ্দিন সম্পদ ক্রোক ও অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, আবু শাহাদাৎ মো. শরীফের বিরুদ্ধে পদ-পদবি ব্যবহারের মাধ্যমে প্রভাব খাটিয়ে অন্য কোনো উৎস থেকে অবৈধভাবে অর্থ অর্জন করে নিজ ও স্ত্রী ফাতেমা আক্তার মজুমদারের ব্যাংক হিসাবে আনয়ন করে বৈধতা প্রদানের চেষ্টা গ্রহণপূর্বক স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের কুমিল্লা শাখার ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মাসুদের হিসাবে স্থানান্তরসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধ করার অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে।
দুদক আবেদনে জানায়, আবু শাহাদাৎ মো. শরীফের নামের স্থাবর সম্পদ, ব্যাংক হিসাব ও বিও হিসাব এবং তাঁর স্ত্রী ফাতেমা আক্তার মজুমদার নামের ব্যাংক হিসাব থেকে অর্থ অন্যত্র স্থানান্তর, হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির আগে এসব সম্পদ স্থানান্তর, হস্তান্তর বা বেহাত হয়ে গেলে পরবর্তীতে উক্ত টাকা উদ্ধার করা দুরূহ হয়ে পড়বে। এ জন্য মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ১৪ ধারা মোতাবেক স্থাবর সম্পদ ক্রোক এবং ব্যাংক হিসাব ও বিও হিসাব অবরুদ্ধ করার নির্দেশ আবশ্যক।
এক পা নেই বৃদ্ধ হিসাব উদ্দীনের (৬০)। তারপরও ২ হাজার টাকা বেতনে একটি চাতাল পাহারা এবং ছেলেকে নিয়ে অন্যের জমি বর্গায় চাষাবাদ করে দিন যাচ্ছিল তাঁর। কিন্তু আগুনে নিমেষে ধ্বংস হয়ে গেল তাঁর তিলে তিলে গড়া ঘরবাড়ি। সবকিছু হারিয়ে এখন খোলা আকাশের নিচে পরিবারটি। ঘটনার বিহ্বলতায় হিসাব উদ্দীনের স্ত্রী মাসুদা বেগম
১ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের চামুছির শিয়ার অদূরে ২ দফা স্থলমাইন বিস্ফোরণে একটি কুকুর ও একটি বন্য শূকর মারা গেছে। আজ সোমবার বিকেলে ও রাতে পৃথক এ ঘটনা ঘটে।
৮ মিনিট আগেনারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) আইন, ২০০০ যথাযথভাবে সংস্কারের আহ্বান জানিয়েছে ধর্ষণ আইন সংস্কার জোট। আজ সোমবার জোটের সচিবালয় লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। একই সঙ্গে ধর্ষণের বিচার নিশ্চিতের দাবিতে আয়োজিত প্রতিবাদে প্রতিবন্ধকতা সৃষ্টি
২৮ মিনিট আগেকয়েক দিনের অস্থিরতা শেষে অনেকটা স্বাভাবিক হয়েছে খামারবাড়ির পরিবেশ। যে কর্মকর্তার বদলি ঘিরে এত উত্তেজনা, সেই মুহাম্মদ মাহবুবুর রশীদকে এরই মধ্যে অবমুক্ত করা হয়েছে। ‘অস্থিরতা সৃষ্টি মূল নেতা’ রেজাউল ইসলাম মুকুলকে হবিগঞ্জের অতিরিক্ত উপপরিচালকের দায়িত্বে ফেরত পাঠানো হয়েছে। তিনি গত কয়েক মাস সংযুক্তিতে খাম
১ ঘণ্টা আগে