গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে কারখানায় কাজ করার সময় নিচে পড়ে গিয়ে রিফাত হোসেন (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। কারখানার শেডের আনুমানিক ৩০ ফুট ওপরে কাজ করার সময় পড়ে গিয়ে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। আজ মঙ্গলবার সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের নয়নপুর এলাকার আরএকে সিরামিক কারখানায় এ দুর্ঘটনা ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বিষয়টি নিশ্চিত করেন।
নিহত রিফাত হোসেন ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার গোয়ারী বাজার গ্রামের সোহরাব আলীর ছেলে। তিনি ডিজাইন সেট নামক একটি প্রতিষ্ঠানের শ্রমিক ছিলেন। নয়নপুর এলাকায় ভাড়া থাকতেন রিফাত।
নিহতের বড় ভাই মো. ফরহাদ হোসেন বলেন, ‘গত কয়েক দিন ধরে আমরা কয়েকজন আরএকে সিরামিক কারখানার শেড নির্মাণের কাজ করছি। আজ সকাল ৯টার দিকে আনুমানিক ৩০ ফুট ওপরে কাজ করার সময় অসাবধানতায় ভাই নিচে পড়ে যায়। এ সময় মাথায় মারাত্মক আঘাত পায়। দ্রুত কারখানার অ্যাম্বুলেন্সে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করি। হাসপাতালের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করেন। পরেে সিটি স্ক্যান করতে রওনা হওয়ার সময় তাঁর মৃত্যু হয়েছে। হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, মাথায় আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। এ ছাড়া দুটি হাত ভেঙে যায়।’
আরএকে সিরামিক কারখানার ব্যবস্থাপক, প্রশাসন খালেদ আমিন বলেন, ‘একটি ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের লোকজন দিয়ে শেড নির্মাণের কাজ করার সময় একজন শ্রমিক ওপর থেকে পড়ে গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে কারখানার অ্যাম্বুলেন্সে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।’
শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘কাজ করার সময় নিচে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
গাজীপুরের শ্রীপুরে কারখানায় কাজ করার সময় নিচে পড়ে গিয়ে রিফাত হোসেন (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। কারখানার শেডের আনুমানিক ৩০ ফুট ওপরে কাজ করার সময় পড়ে গিয়ে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। আজ মঙ্গলবার সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের নয়নপুর এলাকার আরএকে সিরামিক কারখানায় এ দুর্ঘটনা ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বিষয়টি নিশ্চিত করেন।
নিহত রিফাত হোসেন ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার গোয়ারী বাজার গ্রামের সোহরাব আলীর ছেলে। তিনি ডিজাইন সেট নামক একটি প্রতিষ্ঠানের শ্রমিক ছিলেন। নয়নপুর এলাকায় ভাড়া থাকতেন রিফাত।
নিহতের বড় ভাই মো. ফরহাদ হোসেন বলেন, ‘গত কয়েক দিন ধরে আমরা কয়েকজন আরএকে সিরামিক কারখানার শেড নির্মাণের কাজ করছি। আজ সকাল ৯টার দিকে আনুমানিক ৩০ ফুট ওপরে কাজ করার সময় অসাবধানতায় ভাই নিচে পড়ে যায়। এ সময় মাথায় মারাত্মক আঘাত পায়। দ্রুত কারখানার অ্যাম্বুলেন্সে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করি। হাসপাতালের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করেন। পরেে সিটি স্ক্যান করতে রওনা হওয়ার সময় তাঁর মৃত্যু হয়েছে। হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, মাথায় আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। এ ছাড়া দুটি হাত ভেঙে যায়।’
আরএকে সিরামিক কারখানার ব্যবস্থাপক, প্রশাসন খালেদ আমিন বলেন, ‘একটি ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের লোকজন দিয়ে শেড নির্মাণের কাজ করার সময় একজন শ্রমিক ওপর থেকে পড়ে গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে কারখানার অ্যাম্বুলেন্সে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।’
শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘কাজ করার সময় নিচে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
রাষ্ট্রীয় বাহিনীর মদদে জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের সেইফ এক্সিট (নিরাপদে দেশ ছাড়া) দেওয়ার প্রতিবাদে ও ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিসহ ৪ দফা দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে যাচ্ছে ইনকিলাব মঞ্চ।
১ মিনিট আগেনেত্রকোনা সদরের দক্ষিণ মদনপুর এলাকা থেকে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে সদর উপজেলার দক্ষিণ মদনপুর সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য ক্ষতচিহ্ন রয়
৪ মিনিট আগেসিলেটের গোয়াইনঘাটসহ বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে আসা ৮০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার সকালে সিলেট বিজিবি ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এসব জব্দ করে।
১২ মিনিট আগেদিনাজপুরের ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে মারধরের মামলায় দুই ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৫ মিনিট আগে