Ajker Patrika

জুলাই গণহত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে ছাত্রশিবিরের ‘জুলাই দ্রোহ’ মিছিল

কিশোরগঞ্জ প্রতিনিধি
জুলাই গণহত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে ছাত্রশিবিরের ‘জুলাই দ্রোহ’ মিছিল। ছবি: আজকের পত্রিকা
জুলাই গণহত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে ছাত্রশিবিরের ‘জুলাই দ্রোহ’ মিছিল। ছবি: আজকের পত্রিকা

জুলাই গণহত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে ছাত্রশিবিরের ‘জুলাই দ্রোহ’ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৬ জুলাই) বেলা সোয়া ১১টায় শহরের শহীদি মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে গুরুদয়াল সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুনের নেতৃত্বে মিছিলে জেলা শাখার সেক্রেটারি ফকির মাহবুবুল আলম, বাইতুল মাল সম্পাদক আবু আহমেদ, অফিস সম্পাদক মোজাহিদ বিল্লাহ, ছাত্র আন্দোলনের সম্পাদক এইচ এম ফরহাদ ভূইয়া, গুরুদয়াল সরকারি কলেজ শাখার সভাপতি এমদাদুল হক ছাড়াও বিভিন্ন উপজেলা ও কলেজ শাখার নেতারা উপস্থিত ছিলেন।

সভাপতি হাসান আল মামুন বলেন, ‘জুলাই সনদ ও গণহত্যার বিচার দ্রুত বাস্তবায়ন করতে হবে। এটি শুধু অতীতের দায়বদ্ধতা নয়, গণতন্ত্র প্রতিষ্ঠার পথেও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা অবিলম্বে দেশের সব বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানাই। কারণ ছাত্রসমাজের অধিকার আদায়ে নির্বাচিত নেতৃত্ব অপরিহার্য। আজকের বাংলাদেশে আবারও নতুন করে চাঁদাবাজির সংস্কৃতি গড়ে উঠছে। এই চাঁদাবাজদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের শিকড় বাংলাদেশে। দিল্লি, পিন্ডি অথবা লন্ডন আমাদের শিকড় নয়। আরেকটি উদ্বেগজনক প্রবণতা হচ্ছে—অপরাধ করে তার দায় অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা। এই দোষ চাপানোর রাজনীতি এখনই বন্ধ করতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনবিআরে আন্দোলন: শাস্তি পেতে পারেন তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারী

সাবেক আইজির রাজসাক্ষী হওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পুলিশে

প্রধান প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ, ইইডিতে তোলপাড়

গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে দিকনির্দেশনা দিতে পুলিশ কন্ট্রোল রুমে আসিফ মাহমুদ

সৈয়দপুরে চার উপদেষ্টার গাড়িবহর আটকালেন এনসিপির নেতা-কর্মীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত