Ajker Patrika

জিসিসি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়নপত্র জমা

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ১৪: ৪৪
জিসিসি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়নপত্র জমা

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী অনেক প্রার্থী। তাঁদের মধ্যে রয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতি, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল, মহানগর সদর মেট্রো থানা আওয়ামী লীগের সভাপতি ওয়াজ উদ্দিন মিয়া প্রমুখ। এ সময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের বাইরে গাজীপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর আজমত উল্লাহ খান সাংবাদিকদের বলেন, ‘আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সব নেতা-কর্মী আমার সঙ্গে ঐক্যবদ্ধ রয়েছেন। নির্বাচনে আমাদের বিজয় সুনিশ্চিত ইনশা আল্লাহ।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘গাজীপুর নগরবাসী চায় একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সিটি করপোরেশন গঠিত হোক। আমি নির্বাচিত হলে অনিয়ম ও দুর্নীতিমুক্ত জনকল্যাণমুখী একটি প্রতিষ্ঠান হিসেবে সিটি করপোরেশনকে গড়ে তুলব।’

এক প্রশ্নের জবাবে আজমত উল্লাহ বলেন, এখানে যে কেউ প্রার্থী হতে পারেন। সিটি নির্বাচনের সব বিষয় কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে। এখানে দলীয় সিদ্ধান্ত অমান্য করে কেউ প্রার্থী হলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় নেতৃত্বকে অবহিত করা হয়েছে। এসব বিষয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগ সিদ্ধান্ত গ্রহণ করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত