Ajker Patrika

ফেরি উদ্ধারে বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি, খরচ ২ কোটি টাকা 

মানিকগঞ্জ প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৫: ০৩
ফেরি উদ্ধারে বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি, খরচ ২ কোটি টাকা 

ডুবে যাওয়া ফেরি আমানত শাহকে উদ্ধার করার জন্য মৌখিকভাবে চুক্তি করা হয়েছে চট্টগ্রামের বেসরকারি প্রতিষ্ঠান জিনোইন এন্টারপ্রাইজ লিমিটেডের সঙ্গে। পাঁচটি শক্তিশালী উইন্স ট্রাক দিয়ে ৫০ জন শ্রমিক উদ্ধারকাজে অংশগ্রহণ করবেন। এতে প্রায় দুই কোটি টাকা খরচ হবে বলে জানা গেছে। 

আজ রোববার জিনোইন এন্টারপ্রাইজ লিমিটেডের সিইও বদিউল আলম ফেরি আমানত শাহ তোলার মৌখিক চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন। তিনি বলেন, আগামীকাল (সোমবার) বিকেলের দিকে আমানত শাহ ফেরি তোলার জন্য সব ধরনের (ইকোইভমেন্ট) যন্ত্রাংশ নিয়ে পৌঁছাবে উদ্ধারকারী টিম। প্রথম দিকে ডুবুরিরা দেখবেন, এবং পরে তাদের মন্তব্যের ওপর ভিত্তি করে ফেরিটি তোলার প্রস্তুতি নেওয়া হবে। 

বদিউল আলম আরোও বলেন, 'সকালে বিআইডব্লিউটিএর হেড অফিসে এ নিয়ে প্রথম সভা হয়েছে। ফেরি উদ্ধারে আমরা আমাদের চুক্তির দুই কোটি টাকার কথা জানিয়ে দিয়েছে। দুপরের পর চেয়ারম্যানসহ বিআইডব্লিউটিএর সব কর্মকর্তর আরেকটি সভা হবে। এরপর বিকেলে চুক্তিতে স্বাক্ষর হবে। প্রাথমিকভাবে তাঁরা আমাদের নিশ্চিত করেছেন ফেরি উদ্ধারের কাজ আমরা পাচ্ছি।' 

উল্লেখ্য, গত বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে তিনতলাবিশিষ্ট রো-রো ফেরি শাহ্-আমানত আকস্মিকভাবে নদীতে হেলে পড়ে ডুবে যায়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত