Ajker Patrika

বইমেলায় স্টল ভাড়া হবে অর্ধেক: সংস্কৃতি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১৭: ২৩
বইমেলায় স্টল ভাড়া হবে অর্ধেক: সংস্কৃতি প্রতিমন্ত্রী

এবারের বইমেলায় প্রকাশকদের স্টল ভাড়া অর্ধেক করা হচ্ছে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এ ছাড়া মেলায় আগত দর্শনার্থীদের সঙ্গে টিকা কার্ড আনার জন্য অনুরোধ করেছেন তিনি।

আজ শুক্রবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে মেলার প্রস্তুতি পরিদর্শনে এসে সংস্কৃতি প্রতিমন্ত্রী সাংবাদিকদের এসব কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘গত বছরও মেলায় প্রকাশকেরা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আমরা তাদের কোন প্রণোদনা দিতে পারিনি। তবে তখন আমরা স্টল ভাড়ায় তাদেরকে অর্ধেক ছাড় দিয়েছি। এ বছরও তা অব্যাহত থাকবে।’

মেলার সময় বাড়ানো প্রসঙ্গে কে এম খালিদ বলেন, ‘আমরা দেখছি করোনার সংক্রমণ ২০ শতাংশের নিচে নেমে এসেছে। এটা অব্যাহত থাকলে আমরা মেলার সময় বাড়ানোর চিন্তা করব।’

দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে মেলায় আসা তো সবার নিজের কর্তব্য। তবুও আমরা অনুরোধ করব যেন সবাই টিকা কার্ড সঙ্গে নিয়ে আসেন। এ ছাড়া আমরা চেষ্টা করছি অনলাইনে নিবন্ধনের ব্যবস্থা করতে। এতে করে মেলায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করা সহজ হবে।’  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত