Ajker Patrika

রাজবাড়ীতে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে ভুয়া সাংবাদিক গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ১৪ মার্চ ২০২৪, ১৯: ৪১
রাজবাড়ীতে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে ভুয়া সাংবাদিক গ্রেপ্তার

রাজবাড়ীতে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে নাজমুল হাসান মিন্টু (২৪) নামের এক ভুয়া সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী থানায় সংবাদ সম্মেলনে এ তথ‍্য জানায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান।

গ্রেপ্তার ব্যক্তির নাম নাজমুল হাসান মিন্টু বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গ্রেপ্তার ওই যুবক সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাঁদাবাজি করে আসছিলেন। এ ছাড়া চাকরি, সালিস বা কোনো আসামি গ্রেপ্তার হলে সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলেও টাকা আদায় করে আসছিলেন।

এ বিষয়ে রাজবাড়ী থানায় হোটেল মালিক জগদীশ চন্দ্রপাল একটি মামলা করেন। এ ছাড়া সময় টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি আশিকুর রহমান একটি জিডি করেন। এসব অভিযোগের ভিত্তিতে গতকাল বুধবার সদর থানা-পুলিশ শহরের আনছার ক্যাম্প এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ভুয়া আইডি কার্ড, ভিজিটিং কার্ড এবং বিভিন্ন ব্যক্তির ভোটার আইডি কার্ড জব্দ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতেখারুজ্জামান বলেন, গ্রেপ্তার নাজমুল হাসান মিন্টু বিভিন্ন জায়গায় সময় টেলিভিশন, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি বলে পরিচয় দিতেন। আজ বৃহস্পতিবার দুপুরে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত