নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিষিদ্ধ ঘোষিত মাদক ফেনসিডিল উদ্ধারের ঘটনায় দায়ের করা একটি মামলায় চার মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।
আসামিরা হলেন—সাতক্ষীরার কলারোয়া থানার কাকডাঙ্গা গ্রামের বাসিন্দা ওয়াহিদুজ্জামান মেহেদী, সাতক্ষীরা সদর থানার তাজালপুরের জাহাঙ্গীর আলম, একই এলাকার বাসিন্দা আশরাফুজ্জামান সাগর ও পাবনা সদর থানার হাজারীপুরের বাসিন্দা রফিকুল ইসলাম।
কারাদণ্ডের পাশাপাশি আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে, পরিশোধে ব্যর্থ হলে আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালত রায়ে বলেছেন। আসামি আশরাফুজ্জামান অনুপস্থিত থাকায় তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। অন্য তিনজন আদালতে হাজির থাকায় তাঁদের সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানো হয়েছে।
ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী রাকিব উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৭ সালের ২৫ আগস্ট পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) একটি প্রাইভেটকার ও একটি কাভার্ড ভ্যান মগবাজার মোড়ে তল্লাশি করে ৯০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
এ ঘটনায় ডিবি পুলিশ দক্ষিণের অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিমের এসআই মোহাম্মদ নাজমুল হক রমনা মডেল থানায় মামলা করেন।
আসামিরা যশোর সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল নিয়ে ঢাকায় এসেছিলেন বলে মামলায় বলা হয়।
মামলাটি তদন্ত করে ১৭ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করা হয়। মামলার বিচার চলাকালে আদালত ১২ জন সাক্ষীর মধ্যে ৮ জনের সাক্ষ্যগ্রহণ করেন।
নিষিদ্ধ ঘোষিত মাদক ফেনসিডিল উদ্ধারের ঘটনায় দায়ের করা একটি মামলায় চার মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।
আসামিরা হলেন—সাতক্ষীরার কলারোয়া থানার কাকডাঙ্গা গ্রামের বাসিন্দা ওয়াহিদুজ্জামান মেহেদী, সাতক্ষীরা সদর থানার তাজালপুরের জাহাঙ্গীর আলম, একই এলাকার বাসিন্দা আশরাফুজ্জামান সাগর ও পাবনা সদর থানার হাজারীপুরের বাসিন্দা রফিকুল ইসলাম।
কারাদণ্ডের পাশাপাশি আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে, পরিশোধে ব্যর্থ হলে আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালত রায়ে বলেছেন। আসামি আশরাফুজ্জামান অনুপস্থিত থাকায় তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। অন্য তিনজন আদালতে হাজির থাকায় তাঁদের সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানো হয়েছে।
ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী রাকিব উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৭ সালের ২৫ আগস্ট পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) একটি প্রাইভেটকার ও একটি কাভার্ড ভ্যান মগবাজার মোড়ে তল্লাশি করে ৯০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
এ ঘটনায় ডিবি পুলিশ দক্ষিণের অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিমের এসআই মোহাম্মদ নাজমুল হক রমনা মডেল থানায় মামলা করেন।
আসামিরা যশোর সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল নিয়ে ঢাকায় এসেছিলেন বলে মামলায় বলা হয়।
মামলাটি তদন্ত করে ১৭ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করা হয়। মামলার বিচার চলাকালে আদালত ১২ জন সাক্ষীর মধ্যে ৮ জনের সাক্ষ্যগ্রহণ করেন।
ভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রোববার (২০ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলার গজারিয়া খাল গোড়ায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার অপারেশন রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
১৭ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ইউএস–বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ।
২০ মিনিট আগেনেছারাবাদে আরামকাঠি ক্ষুদ্র সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমাত উল্লাহর বিরুদ্ধে পাঁচ সহস্রাধিক গ্রাহকের হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার তাঁর বাড়িতে বিক্ষুব্ধ গ্রাহকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে সমিতির ম্যানেজার-মাঠকর্মীসহ সাতজনকে আটক করে পুলিশের হাতে
২৭ মিনিট আগেচিরকুটে লেখা ছিল, ‘বিয়ের পর আমার বাবা-মা, স্বামীর পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই। আমাদের দুজনের মরদেহ ঢাকাতে কোনো সরকারি কবরস্থানে দাফন দিয়েন। আমার এবং আমার স্বামীর বাড়িতে নেওয়ার দরকার নাই।’
৩১ মিনিট আগে