Ajker Patrika

নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৮ জুলাই ২০২৪, ১২: ৩২
নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধ

কোটা সংস্কারের দবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সড়ক ও রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া গোলচত্বর ও দুই নম্বর রেলগেট আটকে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করছেন তাঁরা।

আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় শিক্ষার্থীরা জড়ো হয়ে চাষাঢ়া ও ২ নম্বর রেলগেট আটকে রাখেন। এতে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। ভিন্ন পথ ঘুরে চলাচল করতে দেখা গেছে গাড়িগুলো। যান চলাচল বন্ধ থাকলেও রোগীবাহী গাড়ি ও অ্যাম্বুল্যান্স ছেড়ে দিচ্ছেন আন্দোলনকারীরা।

এদিকে সকাল থেকেই নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। সঙ্গে রাখা হয়েছে একটি এপিসি ও ওয়াটার ক্যানন। শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ভুয়া ভুয়া দুয়োধ্বনি দিতে থাকেন। তোপের মুখে পুলিশ সড়ক থেকে সরে চাষাঢ়া সোনালী ব্যাংকের গলিতে চলে যায়। তবে রাস্তায় এখনো মোতায়েন আছে এপিসি ও ওয়াটার ক্যানন।

নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দেয় আন্দোলনকারীরা। ছবি: আজকের পত্রিকাআন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, গতকাল প্রধানমন্ত্রীর ভাষণে আমাদের দাবি আদায়ের বিষয়টি স্পষ্ট হয়নি। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান চলবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত