Ajker Patrika

দুর্নীতির মামলায় তারেক রহমানের সাবেক পিএস অপুর বিরুদ্ধে সাক্ষ্য দিলেন জেল সুপার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুর্নীতির মামলায় তারেক রহমানের সাবেক পিএস অপুর বিরুদ্ধে সাক্ষ্য দিলেন জেল সুপার

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক ব্যক্তিগত সহকারী (পিএস) মিয়া নুরউদ্দিন আহমেদ অপুর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সাবেক জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক (জেল সুপার) ইকবাল কবীর চৌধুরী। 

আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-১০ এ সাক্ষ্য দেন তিনি। বিচারক মো. নজরুল ইসলাম সাক্ষ্য গ্রহণ শেষে আগামী ২৯ অক্টোবর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।

গত ৪ জুন এই মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এর আগে গত ২২ অক্টোবর অপু বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। সাক্ষ্য গ্রহণের সময় অপুকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

২০২০ সালের ১ জানুয়ারি অপুকে সম্পদের হিসাব বিবরণী দাখিলের নোটিশ দেয় দুদক। অপু জেলে থাকায় তার আইনজীবী ১৯ জানুয়ারি ১৫ দিন সময় চেয়ে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে দুদক তাকে ২৯ জানুয়ারি পর্যন্ত সময় দেয়। বর্ধিত কার্যদিবসের মধ্যে হিসাব বিবরণী দাখিল না করায় ২০২১ সালের ২৮ জানুয়ারি দুদকের উপপরিচালক দেওয়ান সফিউদ্দিন আহমেদ মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে দুদকের আরেক সহকারী পরিচালক রুহুল আমিন গত বছরের ৩০ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

অর্থপাচার মামলায় অভিযোগ গঠন ২৯ অক্টোবর: এদিকে মতিঝিল থানার অর্থ পাচারের মামলায় অপুসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য ২৯ অক্টোবর দিন ধার্য করা হয়েছে। একই আদালত এই তারিখ ধার্য করেন।

আজ অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। কিন্তু আসামিদের পক্ষে আইনজীবীরা শুনানির জন্য সময় চান। আদালত সময় মঞ্জুর করেন।

মামলার অপর আসামিরা হলেন হুন্ডি ব্যবসায়ী আতিকুর রহমান আতিক, নাফিজ ইউনাইটেড করপোরেশনের ম্যানেজার ও সত্বাধিকারী মাহমুদুল হাসান ওরফে ফেরদৌস, তার ভাগ্নে এ. এম আলী হায়দার ওরফে নাফিজ, আমেনা এন্টারপ্রাইজ অ্যান্ড সার্ভিসের ম্যানেজার জয়নাল আবেদীন ও কর্মচারী আলমগীর হোসেন ও ফায়েজুর রহমান।

মামলা সূত্রে জানা যায়, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ২০১৮ সালের ২৪ ডিসেম্বর মতিঝিলের সিটি সেন্টারের একটি অফিসে অভিযান চালিয়ে সেখানে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করে। অভিযোগ ওঠে, তৎকালীন নির্বাচনকে প্রভাবিত করতে ওই অর্থ মজুত করা হয়েছিল। এ ঘটনায় র‌্যাব-৩ এর নায়েব সুবেদার ইব্রাহিম হোসেন মতিঝিল থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে ৭ জনকে অভিযুক্ত করে ২০২১ সালের ১৩ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করে সিআইডি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত