Ajker Patrika

ঢাবিতে সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে মশাল মিছিল 

প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাবিতে সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে মশাল মিছিল 

সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে ‘মশাল মিছিল’ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ছাড়া বেশ কয়েকটি সংগঠন আলাদা আলাদাভাবে বিভিন্ন কর্মসূচির পালন করে। গণজাগরণ মঞ্চের সংগঠকেরা ‘নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ’ নামক ব্যানারে এক মশাল মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা প্রদক্ষিণ করে। 

সোমবার সন্ধ্যা ৭টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র টিএসসি থেকে আরেকটি মশাল মিছিল বের হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মিছিলটির নেতৃত্বে দেন ডাকসুর সাবেক সদস্য ও ছাত্রলীগের উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক তানভীর হাসান সৈকত। 

তানভীর হাসান সৈকত বলেন, ‘মিছিল পরবর্তী প্রতিবাদী জমায়েত থেকে আমরা সাম্প্রদায়িক সহিংসতার পেছনের ও সম্মুখের কুশীলব, ষড়যন্ত্রকারী, আক্রমণকারীদের দ্রুততম সময়ে চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য সরকারের কাছে দাবি জানাই। সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে মৌন প্রতিবাদস্বরূপ আগামী দুই দিন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করার কর্মসূচির ঘোষণা দিই। প্রশাসন দ্রুততম সময়ে হামলাকারীদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা না নিলে আবারও মাঠে নামার প্রতিজ্ঞা জানাই।’ 

মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে মীমাংসিত, সংবিধান স্বীকৃত রাষ্ট্রের অন্যতম প্রধান মূলনীতি ধর্ম নিরপেক্ষতা রক্ষার্থে তাদের এই সচেতন প্রতিবাদ, প্রতিরোধ অব্যাহত থাকবে বলে জানান সৈকত।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা বলেন, আওয়ামী লীগ অসাম্প্রদায়িক সংগঠন বলে দাবি করলেও তাদের শাসনামলে হিন্দু সম্প্রদায়ের ওপর যে ন্যক্কারজনক হামলা হয়েছে তা স্বাধীনতার পঞ্চাশ বছরেও ঘটেনি। জাতীয় জাদুঘরের সামনে বামপন্থী আটটি সংগঠনের উদ্যোগে ‘ছাত্র-জনতার’ ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন বামপন্থী এ ছাত্রনেতা। 

এ ছাড়াও সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য থেকে আলোর মিছিল বের করে ছাত্র অধিকার পরিষদ। পরে এ মিছিল কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এ সময় তারা সাম্প্রদায়িক হামলার বিচার বিভাগীয় তদন্ত, হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, সংখ্যালঘুদের নিরাপত্তা দাবি পেশ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত