Ajker Patrika

কালুখালীতে ইমামদের সঙ্গে মতবিনিময় সভা পুলিশের 

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১৩: ০৪
কালুখালীতে ইমামদের সঙ্গে মতবিনিময় সভা পুলিশের 

রাজবাড়ীর কালুখালী থানার পুলিশের আয়োজনে স্থানীয় মসজিদের ইমাম ও আলেমগণের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার দুপুরে থানা প্রাঙ্গণে স্থানীয় মসজিদের ইমাম ও আলেমগণের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এই মতবিনিময় সভায় দিকনির্দেশনা দেন কালুখালী থানার ওসি মো. নাজমুল হাসান।

সভায় নাজমুল হাসান বলেন, `ইসলাম শান্তির ধর্ম। এই ধর্মের মানুষ কখনো অন্য ধর্মের মানুষের ক্ষতি করতে পারে না। আমদের রাসুল অনেক আঘাত পেয়েছেন, কিন্তু কোনো দিন কাউকে আঘাত দেন নাই। তাই আমি চাই, এই এলাকায় সব ধর্মের মানুষ একত্রে মিলেমিশে থাকবে।'

সভায় এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ইমাম কমিটির সভাপতি ও রতনদিয়া বাজার কেন্দ্র মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল মালেকসহ বিভিন্ন মসজিদের ইমাম আলেমগণ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত