মাদারীপুর প্রতিনিধি
ইতালিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুর সদর উপজেলার ধুরাইল এলাকার সানজিদ হাওলাদার (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। বাংলাদেশ সময় গতকাল বুধবার রাতে ইতালির টারান্ত শহরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মাদারীপুর সদরের ধুরাইল ইউনিয়নের ধুরাইল এলাকার মো. লিটন হাওলাদারের ছেলে সানজিদ হাওলাদার প্রায় দুই বছর আগে ইতালি যান। সেখানে ভালো চাকরি করতেন তিনি। গতকাল বুধবার রাতে ইতালিতে কাগজপত্র করার জন্য আঙুলের ছাপ দিতে বাসা থেকে বের হন। ইতালির টারান্ত এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ি তাঁকে ধাক্কা দেয়। তাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহতের বাবা লিটন হাওলাদার বলেন, ‘ছেলেকে হারানোর শোক কীভাবে সইব! এখন ওর মুখটা শেষবারের মতো একবার দেখতে চাই। সরকারের কাছে আমাদের দাবি, আমার ছেলের লাশটা যেন বাংলাদেশে আনতে পারি, সেই ব্যবস্থা যেন করে দেয়।’
নিহতের মা শান্তি বেগম বলেন, ‘আমার তিন মেয়ে আর এই একটাই ছেলে। সেই ছেলেটা আজ ইতালি গিয়ে লাশ হলো। এটা আমি কীভাবে মেনে নেব। আমার ছেলেটার মুখ আমি শেষবারের মতো দেখতে চাই। যেভাবেই হোক আমার ছেলেকে দেশে এনে দাফনের ব্যবস্থা করা হোক।’
স্থানীয় ধুরাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাওলাদার বলেন, ‘আমার চাচাতো ভাই লিটন হাওলাদারের একমাত্র ছেলে বাংলাদেশ সময় বুধবার রাতে ইতালিতে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। আমরা তার লাশ বাংলাদেশে আনার চেষ্টা করছি।’
এ বিষয়ে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাইনউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ঘটনার কথা নিহতের পরিবার থেকে এখনো কেউ জানায়নি। তবে তারা চাইলে লাশ আনার ব্যাপারে অবশ্যই নিয়ম অনুযায়ী সহযোগিতা করা হবে।
ইতালিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুর সদর উপজেলার ধুরাইল এলাকার সানজিদ হাওলাদার (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। বাংলাদেশ সময় গতকাল বুধবার রাতে ইতালির টারান্ত শহরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মাদারীপুর সদরের ধুরাইল ইউনিয়নের ধুরাইল এলাকার মো. লিটন হাওলাদারের ছেলে সানজিদ হাওলাদার প্রায় দুই বছর আগে ইতালি যান। সেখানে ভালো চাকরি করতেন তিনি। গতকাল বুধবার রাতে ইতালিতে কাগজপত্র করার জন্য আঙুলের ছাপ দিতে বাসা থেকে বের হন। ইতালির টারান্ত এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ি তাঁকে ধাক্কা দেয়। তাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহতের বাবা লিটন হাওলাদার বলেন, ‘ছেলেকে হারানোর শোক কীভাবে সইব! এখন ওর মুখটা শেষবারের মতো একবার দেখতে চাই। সরকারের কাছে আমাদের দাবি, আমার ছেলের লাশটা যেন বাংলাদেশে আনতে পারি, সেই ব্যবস্থা যেন করে দেয়।’
নিহতের মা শান্তি বেগম বলেন, ‘আমার তিন মেয়ে আর এই একটাই ছেলে। সেই ছেলেটা আজ ইতালি গিয়ে লাশ হলো। এটা আমি কীভাবে মেনে নেব। আমার ছেলেটার মুখ আমি শেষবারের মতো দেখতে চাই। যেভাবেই হোক আমার ছেলেকে দেশে এনে দাফনের ব্যবস্থা করা হোক।’
স্থানীয় ধুরাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাওলাদার বলেন, ‘আমার চাচাতো ভাই লিটন হাওলাদারের একমাত্র ছেলে বাংলাদেশ সময় বুধবার রাতে ইতালিতে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। আমরা তার লাশ বাংলাদেশে আনার চেষ্টা করছি।’
এ বিষয়ে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাইনউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ঘটনার কথা নিহতের পরিবার থেকে এখনো কেউ জানায়নি। তবে তারা চাইলে লাশ আনার ব্যাপারে অবশ্যই নিয়ম অনুযায়ী সহযোগিতা করা হবে।
মেহেরপুরের গাংনীতে ব্যাংকের ভল্ট কেটে ৮ লাখ টাকার বেশি চুরি করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার রাতের কোনো একসময় উপজেলার বামন্দী ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় এ চুরি হয়। শাখা সূত্রে জানা গেছে, বামন্দী বাসস্ট্যান্ডের নজরুল টাওয়ারের তৃতীয় তলায় শাখাটি অবস্থিত। চোরের দল গতকাল রাতে ব্যাংকের
৪ মিনিট আগেচাঁদপুর জেলায় বিশেষ টাস্কফোর্সের অভিযানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টিসহ ইফতারসামগ্রী তৈরি করায় ৩ ব্যবসাপ্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শহরের বাবুরহাট ও ওয়্যারলেস বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
১২ মিনিট আগেখুলনার পাইকগাছায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় রিপন গাজী (৪৫) নামের এক ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছিলেন আদালত। ২০০৮ সালের সেই রায়ের পর থেকে ১৭ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন রিপন। কিন্তু নিজেকে সাজার হাত থেকে রক্ষা করতে পারেননি।
২১ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) দুই প্রকৌশলীকে এক বিএনপি নেতার গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন হয়। এতে সভাপতিত্ব করেন কুয়েট কর্মকর্তা সমিতির সাবেক সাধারণ সম্পাদক শেখ
২৮ মিনিট আগে