রাজবাড়ী প্রতিনিধি
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ভোগান্তি কমছে না। এক সপ্তাহ ধরে যানজট যেন নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে থেকে উঠতে হচ্ছে ফেরিতে।
গতকাল শুক্রবার সরেজমিনে দেখা যায়, সকাল থেকে ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের তিন কিলোমিটার এলাকায় পারাপারের অপেক্ষায় অসংখ্য বাস ও পণ্যবাহী ট্রাক। প্রতিটি পরিবহনকে তিন-চার ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। এ ছাড়া দুই-তিন দিন আগের পণ্যবাহী ট্রাকও রয়েছে পারাপারের অপেক্ষায়।
ঈগল পরিবহনের বাসের যাত্রী আশরাফুল জানান, সারা বছরই ভোগান্তির শিকার হয়ে তাঁদের পদ্মা পাড়ি দিতে হয়। এই ভোগান্তি থেকে মুক্তির একটাই পথ, দ্বিতীয় পদ্মা সেতু। এর বিকল্প নেই। এ ছাড়া ১০০ ফেরি দিলেও ভোগান্তি কমবে না।
আরেক যাত্রী ইয়াসমিন আক্তার জানান, কত সময় বসে থাকা যায়! একে তো গরম, তার ওপর দীর্ঘ যানজট। এই নৌরুট গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ১৫ বছর ধরে এই রুট দিয়ে যাতায়াত করেন। অধিকাংশ সময় ভোগান্তিতে পড়তে হয়।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে ওই রুটের যানবাহনের চাপ পড়েছে দৌলতদিয়া ঘাটে। এ ছাড়া পাটুরিয়া ঘাট এলাকায় এবং দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের কাছে ড্রেজিং চলায় ফেরি ভিড়তে পারছে না। ফলে দৌলতদিয়া ঘাট প্রান্তে যানবাহনের সারি দীর্ঘ হচ্ছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক জামাল হোসেন জানান, এই রুটে ছোট-বড় মিলে ১৯টি ফেরি চলাচল করছে। ৭ নম্বর ঘাটে ড্রেজিং এবং শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় এই যানজটের সৃষ্টি হচ্ছে। তবে তাঁরা ভোগান্তি কমাতে গণপরিবহন অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করছেন।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ভোগান্তি কমছে না। এক সপ্তাহ ধরে যানজট যেন নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে থেকে উঠতে হচ্ছে ফেরিতে।
গতকাল শুক্রবার সরেজমিনে দেখা যায়, সকাল থেকে ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের তিন কিলোমিটার এলাকায় পারাপারের অপেক্ষায় অসংখ্য বাস ও পণ্যবাহী ট্রাক। প্রতিটি পরিবহনকে তিন-চার ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। এ ছাড়া দুই-তিন দিন আগের পণ্যবাহী ট্রাকও রয়েছে পারাপারের অপেক্ষায়।
ঈগল পরিবহনের বাসের যাত্রী আশরাফুল জানান, সারা বছরই ভোগান্তির শিকার হয়ে তাঁদের পদ্মা পাড়ি দিতে হয়। এই ভোগান্তি থেকে মুক্তির একটাই পথ, দ্বিতীয় পদ্মা সেতু। এর বিকল্প নেই। এ ছাড়া ১০০ ফেরি দিলেও ভোগান্তি কমবে না।
আরেক যাত্রী ইয়াসমিন আক্তার জানান, কত সময় বসে থাকা যায়! একে তো গরম, তার ওপর দীর্ঘ যানজট। এই নৌরুট গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ১৫ বছর ধরে এই রুট দিয়ে যাতায়াত করেন। অধিকাংশ সময় ভোগান্তিতে পড়তে হয়।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে ওই রুটের যানবাহনের চাপ পড়েছে দৌলতদিয়া ঘাটে। এ ছাড়া পাটুরিয়া ঘাট এলাকায় এবং দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের কাছে ড্রেজিং চলায় ফেরি ভিড়তে পারছে না। ফলে দৌলতদিয়া ঘাট প্রান্তে যানবাহনের সারি দীর্ঘ হচ্ছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক জামাল হোসেন জানান, এই রুটে ছোট-বড় মিলে ১৯টি ফেরি চলাচল করছে। ৭ নম্বর ঘাটে ড্রেজিং এবং শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় এই যানজটের সৃষ্টি হচ্ছে। তবে তাঁরা ভোগান্তি কমাতে গণপরিবহন অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করছেন।
ময়মনসিংহের এপেক্স হাসপাতালের ভুল চিকিৎসায় ১৩ বছর বয়সী তাইয়্যিবা তাবাসসুম তন্দ্রার মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের শাস্তির দাবিতে ত্রিশালে মানববন্ধন করেছেন স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী।
২ মিনিট আগেট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. মইনুল খানের দুর্নীতির অভিযোগ তদন্তের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। আজ বৃহস্পতিবার আইনজীবী সাগরিকা ইসলাম জানান, গতকাল বুধবার এস এম মোরশেদের পক্ষে এই রিট করা হয়। আগামী সপ্তাহে রিটটি শুনানির জন্য উপস্থাপন করা হবে।
৮ মিনিট আগেলালমনিরহাটের দুই উপজেলার ওপর দিয়ে আকস্মিক শক্তিশালী ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সড়কের বড় বড় গাছ উপড়ে পড়ে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
১০ মিনিট আগেদিনাজপুরের বীরগঞ্জে চাঁদাবাজির মামলায় রাসেল ইসলাম (৪০) নামের এক যুবদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার (১৪ মে) বিকেলে তাঁকে আটক করে ডিবি পুলিশ। জানা গেছে, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল ইসলামের নেতৃত্বে ১০-১২ জন উপজেলার একটি দুগ্ধ খামারে গিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন।
১৬ মিনিট আগে