Ajker Patrika

জাবির উপাচার্য প্যানেল নির্বাচনে বাধা নেই 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাবির উপাচার্য প্যানেল নির্বাচনে বাধা নেই 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদে থাকা নিয়ে দায়ের করা রিট দুই সপ্তাহের জন্য মুলতবি করেছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ এই আদেশ দেন। এর ফলে আগামী ১২ আগস্ট জাবির উপাচার্য প্যানেল নির্বাচনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আলাউদ্দিন আহমেদ ও মো. শামসোজ্জাহা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন, সঙ্গে ছিলেন আইনজীবী কুমার দেবুল দে ও সুবীর নন্দী।

আইনজীবী সুবীর নন্দী বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বয়সের মেয়াদ নির্ধারণ করা আছে আইনে। কিন্তু ভিসির বয়সের কোনো সীমা উল্লেখ করা নেই। ওই রিট যথাযথ হয়নি। তাই যথাযথভাবে আবেদন করার নির্দেশ দিয়ে দুই সপ্তাহের জন্য শুনানি মুলতবি করেছেন আদালত। আর এই আদেশের ফলে আগামী ১২ আগস্ট উপাচার্য প্যানেল নির্বাচন অনুষ্ঠিত হতে বাধা নেই বলে জানান তিনি।

এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (উপাচার্য) অধ্যাপক নুরুল আলমের পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে গত ২ আগস্ট রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী শামসুজ্জোহা। সেই সঙ্গে উপাচার্য প্যানেল নির্বাচন অনুষ্ঠান স্থগিত চাওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাই ঘোষণাপত্র: গণ-অভ্যুত্থানের দলিলে যা যা রয়েছে

২৪ ঘণ্টার মধ্যে ভারতের শুল্ক অনেক বাড়িয়ে দেব: ট্রাম্পের হুমকি

যুক্তরাষ্ট্রে পর্যটন ভিসা পেতে লাগতে পারে ১১ লাখ টাকার জামানত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত