টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
বকেয়া বেতন ভাতা পরিশোধ ও কারখানা খুলে দেওয়ার দাবিতে গাজীপুরের টঙ্গীতে কলকারখানা ও শ্রম পরিদর্শন অধিদপ্তরের অফিস ঘেরাও করেছেন ডার্ট কম্পোজিট টেক্সটাইলের শ্রমিকেরা।
আজ রোববার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস ঘেরাও করে কর্মসূচি পালন করে ডার্ট কম্পোজিট টেক্সটাইলের পাঁচ শতাধিক শ্রমিক-কর্মচারী।
জানা গেছে, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুরে অবস্থিত ডার্ট কম্পোজিট টেক্সটাইলের পাঁচ শতাধিক শ্রমিক-কর্মচারী এই ঘেরাও কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। ঢাকা-কাপাসিয়া সড়কের রাজেন্দ্রপুরে ওই প্রতিষ্ঠানের দুই ইউনিটে শ্রমিক-কর্মচারীর সংখ্যা প্রায় ১০ হাজার। এর মধ্যে পাঁচ শতাধিক শ্রমিক-কর্মচারী তাদের বকেয়া বেতন ভাতা পরিশোধ ও কারখানা খুলে দেওয়ার দাবিতে আন্দোলনে অংশ নেন।
শ্রমিকেরা জানান, আমাদের প্রায় ১০ হাজার শ্রমিক-কর্মচারীর মধ্যে পাঁচ শতাধিক শ্রমিক-কর্মচারীর বেতন ও ভাতা বকেয়া রেখে গত ২৩ সেপ্টেম্বর কারখানা বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ। এর পর থেকে কারখানার সামনে বিচ্ছিন্নভাবে আন্দোলন করে আসছেন শ্রমিকেরা। এতে কোনো ফলাফল না পেয়ে আজ রোববার শ্রমিকেরা টঙ্গীতে কলকারখানা ও শ্রম পরিদর্শন অধিদপ্তরের অফিসে আসেন।
পরে অধিদপ্তরের অফিস ঘেরাও করে দাবি আদায়ের জন্য আন্দোলন শুরু করেন। শ্রমিকেরা আরও বলেন, বেতন ভাতা না পেয়ে আমরা মানবেতর জীবনযাপন করছি। বাসা ভাড়া ও দোকান বাকি পরিশোধ করতে না পারায় বাড়িওয়ালারা বাড়ি ছাড়তে বলছে ও দোকানিরা বাকি দিতে চাচ্ছে না। তাই আমরা অনেক কষ্টে আছি।
ডার্ট কম্পোজিট টেক্সটাইলের মানব সম্পদ বিভাগের কর্মকর্তা মো. মামুনের মোবাইলে একাধিকবার কল করেও পাওয়া যায়নি।
কলকারখানা ও শ্রম পরিদর্শন অধিদপ্তর টঙ্গী অফিসের সহকারী মহাপরিদর্শক (সাধারণ) মো. মোতালেব মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রমিক-কর্মচারীরা এসেছেন। তাদের কথা শুনেছি। আমরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। ২৩ অক্টোবর মালিকপক্ষ আমাদের সঙ্গে বসে ঝামেলা মিটিয়ে ফেলবেন বলে জানিয়েছেন। এই সিদ্ধান্ত আন্দোলনকারীদের জানিয়ে দেওয়া হয়েছে।’
বকেয়া বেতন ভাতা পরিশোধ ও কারখানা খুলে দেওয়ার দাবিতে গাজীপুরের টঙ্গীতে কলকারখানা ও শ্রম পরিদর্শন অধিদপ্তরের অফিস ঘেরাও করেছেন ডার্ট কম্পোজিট টেক্সটাইলের শ্রমিকেরা।
আজ রোববার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস ঘেরাও করে কর্মসূচি পালন করে ডার্ট কম্পোজিট টেক্সটাইলের পাঁচ শতাধিক শ্রমিক-কর্মচারী।
জানা গেছে, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুরে অবস্থিত ডার্ট কম্পোজিট টেক্সটাইলের পাঁচ শতাধিক শ্রমিক-কর্মচারী এই ঘেরাও কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। ঢাকা-কাপাসিয়া সড়কের রাজেন্দ্রপুরে ওই প্রতিষ্ঠানের দুই ইউনিটে শ্রমিক-কর্মচারীর সংখ্যা প্রায় ১০ হাজার। এর মধ্যে পাঁচ শতাধিক শ্রমিক-কর্মচারী তাদের বকেয়া বেতন ভাতা পরিশোধ ও কারখানা খুলে দেওয়ার দাবিতে আন্দোলনে অংশ নেন।
শ্রমিকেরা জানান, আমাদের প্রায় ১০ হাজার শ্রমিক-কর্মচারীর মধ্যে পাঁচ শতাধিক শ্রমিক-কর্মচারীর বেতন ও ভাতা বকেয়া রেখে গত ২৩ সেপ্টেম্বর কারখানা বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ। এর পর থেকে কারখানার সামনে বিচ্ছিন্নভাবে আন্দোলন করে আসছেন শ্রমিকেরা। এতে কোনো ফলাফল না পেয়ে আজ রোববার শ্রমিকেরা টঙ্গীতে কলকারখানা ও শ্রম পরিদর্শন অধিদপ্তরের অফিসে আসেন।
পরে অধিদপ্তরের অফিস ঘেরাও করে দাবি আদায়ের জন্য আন্দোলন শুরু করেন। শ্রমিকেরা আরও বলেন, বেতন ভাতা না পেয়ে আমরা মানবেতর জীবনযাপন করছি। বাসা ভাড়া ও দোকান বাকি পরিশোধ করতে না পারায় বাড়িওয়ালারা বাড়ি ছাড়তে বলছে ও দোকানিরা বাকি দিতে চাচ্ছে না। তাই আমরা অনেক কষ্টে আছি।
ডার্ট কম্পোজিট টেক্সটাইলের মানব সম্পদ বিভাগের কর্মকর্তা মো. মামুনের মোবাইলে একাধিকবার কল করেও পাওয়া যায়নি।
কলকারখানা ও শ্রম পরিদর্শন অধিদপ্তর টঙ্গী অফিসের সহকারী মহাপরিদর্শক (সাধারণ) মো. মোতালেব মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রমিক-কর্মচারীরা এসেছেন। তাদের কথা শুনেছি। আমরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। ২৩ অক্টোবর মালিকপক্ষ আমাদের সঙ্গে বসে ঝামেলা মিটিয়ে ফেলবেন বলে জানিয়েছেন। এই সিদ্ধান্ত আন্দোলনকারীদের জানিয়ে দেওয়া হয়েছে।’
‘আমেরিকায় গিয়ে পড়া হলো না তানভীরের’ বলে বারবার বিলাপ করছেন তানভীরের মা লিপি বেগম। রাজধানীর দিয়াবাড়িতে বিমান বিধ্বস্তে প্রাণ হারিয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র তানভীর। ক্লাসের ফার্স্ট বয় তানভীর সব বিষয়ে এ প্লাস পেত। ভালো ছবিও আঁকত সে। ছেলের গুণের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়
১০ মিনিট আগেদেশটা যেভাবে চলে এসেছে, এর ওপর বাংলাদেশের আপামর জনগণ সন্তুষ্ট নয়। ক্ষুব্ধ, অসন্তুষ্ট। এই ক্ষোভের আগুন মেটানো আল্লাহ তাআলার পক্ষেই সম্ভব। কিন্তু জমিনে আমাদের চেষ্টা করতে হবে। সেই চেষ্টার গুরুত্বপূর্ণ একটি চেষ্টা ছিল ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ।
১৬ মিনিট আগেবরিশালের ব্রজমোহন (বিএম) কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক এম মওদুদ আহমেদের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানি, উত্ত্যক্ত ও প্রাইভেট পড়তে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গঠিত চার সদস্যের তদন্ত কমিটি আজ মঙ্গলবার সংশ্লিষ্ট চিঠি পেয়েছে।
৩১ মিনিট আগে