শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের শিবচরে নিজের ১৫ বছর বয়সী প্রতিবন্ধী ছেলেকে আড়িয়াল খাঁ নদে ফেলে দিয়েছেন এক মা। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার পর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের হাজি শরীয়তুল্লাহ সেতুতে এ ঘটনা ঘটে। প্রতিবন্ধী ছেলের বোঝা বইতে না পেরে ছেলেকে নদে ফেলে দিয়েছেন বলে জানিয়েছেন ওই নারী।
স্থানীয়রা জানান, বিকেল থেকেই ওই নারী সেতুর পাশে বসে ছিলেন। তাঁর সঙ্গে ৫-৬ বছরের এক মেয়েও রয়েছে। প্রতিবন্ধী ছেলেকে নিয়ে সেতুর পাশে দীর্ঘক্ষণ বসে থাকতে দেখেন আশপাশের লোকজন। সন্ধ্যা ঘনিয়ে এলে প্রতিবন্ধী ছেলেকে সেতুর রেলিংয়ের ফাঁকা দিয়ে নদে ফেলে দেন। দূর থেকে দেখতে পেয়ে পথচারীরা দৌড়ে এলেও ছেলেটিকে রক্ষা করতে পারেননি।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বন্দরখোলা ইউনিয়নের শিকদার হাট এলাকার মৃত আজগর আলীর স্ত্রী রিজিয়া বেগমের চার ছেলে-মেয়ে। তাদের মধ্যে তিনজন মেয়ে ও একজন ছেলে। ছেলে নাসিরউদ্দিন (১৫) জন্ম থেকেই প্রতিবন্ধী। চোখে দেখে না। চলাফেরাও করতে পারে না। এদিকে সংসার চালাতে ভিক্ষা করেন রিজিয়া বেগম। বুধবার সন্ধ্যায় শিবচরের আড়িয়াল খাঁ নদের হাজি শরীয়তুল্লাহ সেতু থেকে প্রতিবন্ধী ছেলেকে পানিতে ফেলে দেন তিনি।
সন্ন্যাসীরচর চৌরাস্তা এলাকার নূর আলম নামের এক আইসক্রিম বিক্রেতা বলেন, ‘আমি আইসক্রিম বিক্রি করে ফিরতেছিলাম। দূর থেকে দেখলাম, মহিলা ছেলেটিকে নদে ফেলে দিল। আরও অনেকে দেখেছে। এক অটোওয়ালা দৌড়ে আসতে আসতে ছেলেকে ফেলে দিছে নদে!’
মো. আরিফ নামের স্থানীয় আরেক ব্যক্তি বলেন, ‘আসরের সময় থেকে মহিলাটিকে ব্রিজের ওপর বসে থাকতে দেখি। তখন প্রতিবন্ধী ছেলেটি কাঁদতেছিল। মহিলাকে জিজ্ঞেস করতে বলল, খিদার জন্য কাঁদতেছে। সন্ধ্যার পরে লোকজন কমে এলে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়।’
এদিকে ভরণপোষণ দিতে না পারায় ১৫ বছর বয়সী প্রতিবন্ধী ছেলেকে নদে ফেলে দেন বলে জানান ওই নারীও। তবে ওই নারী মানসিকভাবে অপ্রকৃতিস্থ বলেও স্থানীয়রা বলছেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। মহিলা একজন ভিক্ষুক। জানতে পেরেছি, ১৫ বছর বয়সী ছেলেটি জন্ম থেকেই প্রতিবন্ধী। প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যে জানা গেছে, নিজের ছেলেকে সেতু থেকে ধাক্কা দিয়ে নদে ফেলে দেয় সে। মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে নিখোঁজ ছেলেটিকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। স্থানীয়ভাবে আমরা নদে ট্রলার নিয়ে খোঁজ শুরু করেছি।’
মাদারীপুরের শিবচরে নিজের ১৫ বছর বয়সী প্রতিবন্ধী ছেলেকে আড়িয়াল খাঁ নদে ফেলে দিয়েছেন এক মা। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার পর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের হাজি শরীয়তুল্লাহ সেতুতে এ ঘটনা ঘটে। প্রতিবন্ধী ছেলের বোঝা বইতে না পেরে ছেলেকে নদে ফেলে দিয়েছেন বলে জানিয়েছেন ওই নারী।
স্থানীয়রা জানান, বিকেল থেকেই ওই নারী সেতুর পাশে বসে ছিলেন। তাঁর সঙ্গে ৫-৬ বছরের এক মেয়েও রয়েছে। প্রতিবন্ধী ছেলেকে নিয়ে সেতুর পাশে দীর্ঘক্ষণ বসে থাকতে দেখেন আশপাশের লোকজন। সন্ধ্যা ঘনিয়ে এলে প্রতিবন্ধী ছেলেকে সেতুর রেলিংয়ের ফাঁকা দিয়ে নদে ফেলে দেন। দূর থেকে দেখতে পেয়ে পথচারীরা দৌড়ে এলেও ছেলেটিকে রক্ষা করতে পারেননি।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বন্দরখোলা ইউনিয়নের শিকদার হাট এলাকার মৃত আজগর আলীর স্ত্রী রিজিয়া বেগমের চার ছেলে-মেয়ে। তাদের মধ্যে তিনজন মেয়ে ও একজন ছেলে। ছেলে নাসিরউদ্দিন (১৫) জন্ম থেকেই প্রতিবন্ধী। চোখে দেখে না। চলাফেরাও করতে পারে না। এদিকে সংসার চালাতে ভিক্ষা করেন রিজিয়া বেগম। বুধবার সন্ধ্যায় শিবচরের আড়িয়াল খাঁ নদের হাজি শরীয়তুল্লাহ সেতু থেকে প্রতিবন্ধী ছেলেকে পানিতে ফেলে দেন তিনি।
সন্ন্যাসীরচর চৌরাস্তা এলাকার নূর আলম নামের এক আইসক্রিম বিক্রেতা বলেন, ‘আমি আইসক্রিম বিক্রি করে ফিরতেছিলাম। দূর থেকে দেখলাম, মহিলা ছেলেটিকে নদে ফেলে দিল। আরও অনেকে দেখেছে। এক অটোওয়ালা দৌড়ে আসতে আসতে ছেলেকে ফেলে দিছে নদে!’
মো. আরিফ নামের স্থানীয় আরেক ব্যক্তি বলেন, ‘আসরের সময় থেকে মহিলাটিকে ব্রিজের ওপর বসে থাকতে দেখি। তখন প্রতিবন্ধী ছেলেটি কাঁদতেছিল। মহিলাকে জিজ্ঞেস করতে বলল, খিদার জন্য কাঁদতেছে। সন্ধ্যার পরে লোকজন কমে এলে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়।’
এদিকে ভরণপোষণ দিতে না পারায় ১৫ বছর বয়সী প্রতিবন্ধী ছেলেকে নদে ফেলে দেন বলে জানান ওই নারীও। তবে ওই নারী মানসিকভাবে অপ্রকৃতিস্থ বলেও স্থানীয়রা বলছেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। মহিলা একজন ভিক্ষুক। জানতে পেরেছি, ১৫ বছর বয়সী ছেলেটি জন্ম থেকেই প্রতিবন্ধী। প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যে জানা গেছে, নিজের ছেলেকে সেতু থেকে ধাক্কা দিয়ে নদে ফেলে দেয় সে। মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে নিখোঁজ ছেলেটিকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। স্থানীয়ভাবে আমরা নদে ট্রলার নিয়ে খোঁজ শুরু করেছি।’
পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, ‘পার্বত্য এলাকার মধ্যে বান্দরবান অনেক পিছিয়ে রয়েছে। তার জন্য সার্বিক উন্নয়নে কাজ করছে এই মন্ত্রণালয়। পার্বত্য এলাকায় গুণগত শিক্ষা, আর্থ সামাজিক ও টেকসই উন্নয়নে কাজ করছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।’ আজ রোববার সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদে...
৫ মিনিট আগেকুষ্টিয়ার খোকসায় বিয়ের আগের দিন কনের পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার জানিপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে বিধান রায়ের বাড়িতে এই ঘটনা ঘটে। বাড়ির মালিকের দাবি, নগদ টাকাসহ তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
৫ মিনিট আগেজুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সারা দেশে পদযাত্রা করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এরই ধারাবাহিকতায় আগামীকাল সোমবার (২১ জুলাই) খাগড়াছড়িতে পদযাত্রা ও সমাবেশ করবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। সোমবার সকালে চট্টগ্রাম থেকে রওনা দিয়ে সকাল ১০টার দিকে খাগড়াছড়িতে পৌঁছানোর কথা রয়েছে এনসিপির নেতাদের।
৭ মিনিট আগেতাঁরা জানান, গত ৩ জুলাই পঞ্চগড়ে অনুষ্ঠিত ‘জুলাই পদযাত্রা’ চলাকালে এক বক্তব্যে সারজিস বান্দরবানকে ‘শাস্তিস্বরূপ চাঁদাবাজ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের পাঠানোর জায়গা’ হিসেবে উল্লেখ করেন। ছাত্রনেতাদের ভাষ্য, এই মন্তব্য চরম নিন্দনীয় ও অবমাননাকর।
১০ মিনিট আগে