কিশোরগঞ্জ প্রতিনিধি
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁর নিজ জেলা কিশোরগঞ্জ সফরের আজ মঙ্গলবার তৃতীয় দিনে জেলার মিঠামইনে নির্মাণাধীন সেনানিবাসসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।
আজ বিকেলে মিঠামইনে নির্মাণাধীন সেনানিবাস এলাকা পরিদর্শনে যান রাষ্ট্রপতি। সেনানিবাস এলাকায় পৌঁছালে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী রাষ্ট্রপতিকে স্বাগত জানান। পরে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সেনানিবাসের কাজের অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়।
রাষ্ট্রপতি স্পিড বোটে করে সেনানিবাস এলাকা ঘুরে দেখেন।
স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম এবং প্রেস সচিব মো. জয়নাল আবেদীনসহ পদস্থ সামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদ ফাউন্ডেশন ভবনের নির্মাণকাজের অগ্রগতি ঘুরে দেখেন।
পরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অষ্টগ্রামে সবুরে ভাঙা নদীর ওপর নির্মাণাধীন বাহাদুরপুর ব্রিজ পরিদর্শন করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন।
আগামীকাল কিশোরগঞ্জ সদর উপজেলার শৌলমারায় শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন ও এ বিষয়ে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় ভাষণ দেবেন। ৩১ মার্চ পাঁচ দিনের সফর শেষে বঙ্গভবনে ফিরে যাওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁর নিজ জেলা কিশোরগঞ্জ সফরের আজ মঙ্গলবার তৃতীয় দিনে জেলার মিঠামইনে নির্মাণাধীন সেনানিবাসসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।
আজ বিকেলে মিঠামইনে নির্মাণাধীন সেনানিবাস এলাকা পরিদর্শনে যান রাষ্ট্রপতি। সেনানিবাস এলাকায় পৌঁছালে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী রাষ্ট্রপতিকে স্বাগত জানান। পরে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সেনানিবাসের কাজের অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়।
রাষ্ট্রপতি স্পিড বোটে করে সেনানিবাস এলাকা ঘুরে দেখেন।
স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম এবং প্রেস সচিব মো. জয়নাল আবেদীনসহ পদস্থ সামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদ ফাউন্ডেশন ভবনের নির্মাণকাজের অগ্রগতি ঘুরে দেখেন।
পরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অষ্টগ্রামে সবুরে ভাঙা নদীর ওপর নির্মাণাধীন বাহাদুরপুর ব্রিজ পরিদর্শন করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন।
আগামীকাল কিশোরগঞ্জ সদর উপজেলার শৌলমারায় শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন ও এ বিষয়ে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় ভাষণ দেবেন। ৩১ মার্চ পাঁচ দিনের সফর শেষে বঙ্গভবনে ফিরে যাওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।
ভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রোববার (২০ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলার গজারিয়া খাল গোড়ায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার অপারেশন রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
২৬ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ইউএস–বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ।
২৮ মিনিট আগেনেছারাবাদে আরামকাঠি ক্ষুদ্র সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমাত উল্লাহর বিরুদ্ধে পাঁচ সহস্রাধিক গ্রাহকের হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার তাঁর বাড়িতে বিক্ষুব্ধ গ্রাহকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে সমিতির ম্যানেজার-মাঠকর্মীসহ সাতজনকে আটক করে পুলিশের হাতে
৩৫ মিনিট আগেচিরকুটে লেখা ছিল, ‘বিয়ের পর আমার বাবা-মা, স্বামীর পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই। আমাদের দুজনের মরদেহ ঢাকাতে কোনো সরকারি কবরস্থানে দাফন দিয়েন। আমার এবং আমার স্বামীর বাড়িতে নেওয়ার দরকার নাই।’
৪০ মিনিট আগে