Ajker Patrika

আবাসনের জন্য টাকা দিয়ে মানুষ যেন প্রতারিত না হয়: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১৪: ২৪
আবাসনের জন্য টাকা দিয়ে মানুষ যেন প্রতারিত না হয়: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, মানুষ অনেক কষ্ট করে, গয়নাগাটি বিক্রি করে এবং নিজেদের সমস্ত সঞ্চয় দিয়ে একটা বাসা পেতে টাকা দেয়। রিহ্যাব যেন এই মানুষগুলোর দীর্ঘশ্বাসের কারণ না হয় ৷ আবাসনের জন্য টাকা দিয়ে মানুষ যেন প্রতারিত না হয়। আজ বৃহস্পতিবার রিহ্যাব মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

বক্তব্য শেষে ফিতা কেটে রিহ্যাব মেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মেলার আয়োজন করা হয়েছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন বলেন, ‘মানুষের তিনটা প্রধান চাহিদার মধ্যে বাসস্থান একটা। আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন, তিনি গ্রামগুলোকে শহরে পরিণত করতে চান। এই জায়গাটাতে রিহ্যাব খুব বড় একটা ভূমিকা পালন করতে পারে।  ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) যে তৈরি করা হলো, আমরা এটা জানতাম না। এত বড় একটা পরিকল্পনা করা হলো, এফবিসিসিআইকে জানানো হয়নি। আমি অনুরোধ করব, ব্যবসা করেন যাঁরা, তাঁদের জানিয়ে যেন এ ধরনের পরিকল্পনা করা হয়।’

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, ‘জিডিপির ১৫ শতাংশ আসে আবাসন খাত থেকে। প্রায় ৪০ লাখ শ্রমিক এই খাতে জড়িত। এ জন্য রিহ্যাবের ধন্যবাদ প্রাপ্য। আপনাদের ক্ষতি হয় এমন কিছু এই সরকার করবে না। তবে আপনারা বিদ্যমান নিয়ম মেনে চলুন। আমরা হতাশ হই, যখন শুনি ঢাকার বেশির ভাগ বিল্ডিংই নিয়মবহির্ভূতভাবে করা হয়েছে ৷ এক সপ্তাহের আমরা একটা তারিখ দেব। সমস্ত পেন্ডিং কাজ শেষ করার চেষ্টা করব আমরা। কারও কোনো প্ল্যান পেন্ডিং থাকলে আসবেন। আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলেও আসবেন। আমরা সব সুরাহা করার চেষ্টা করব।’ 

রিহ্যাবের প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন বলেন, ‘গত ১০ বছরে আমাদের দেশ উন্নয়নের রোল মডেল হিসেবে আবির্ভূত হয়েছে। কিন্তু শুধু রাস্তাঘাটের উন্নয়ন হলেই হবে না, আবাসন খাতেরও উন্নয়ন হতে হবে ৷ ড্যাপের যে খসড়া আমরা দেখেছিলাম, সেটা ছিল আমাদের জন্য অশনিসংকেত। আমরা ড্যাপের বিরুদ্ধে নই, কিন্তু এমনভাবে এটা করা হোক, সেটা যেন আবাসন খাতকে ক্ষতিগ্রস্ত না করে। আমি আশা করব ড্যাপ প্রণয়নের আগে যেন আবাসন খাত সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হয়। আমাদের দিকটাও যেন দেখা হয়। 

সিনিয়র সহসভাপতি ইনতেখাবুল হামিদ বলেন, পোশাকশিল্পের পর আবাসনশিল্পকে কেন্দ্র করে সবচেয়ে বেশি মানুষ জীবিকা নির্বাহ করছে। আবাসন খাতে ব্যবসায়ীরা এগিয়ে না এলে এটা সম্ভব হতো না। 

মেলার বিষয়ে তিনি বলেন, ক্রেতা-বিক্রেতার মধ্যে সেতুবন্ধন করতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

রিহ্যাবের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ বলেন, ‘নতুন যে ড্যাপ কার্যকর হতে যাচ্ছে, এর ফলে আমরা যারা ব্যবসা করি এবং ঢাকায় যাদের ছোট-বড় জমি আছে, তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়। ড্যাপ বাস্তবায়ন কমিটিতে যদি আমাদের রাখা হয়, তাহলে আমরা বঞ্চিত হব না।’ 

করোনাকালে রড-সিমেন্টের দাম ৩০ শতাংশ বেড়েছে জানিয়ে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) এবং মেলা কমিটির চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানা বাণিজ্য মন্ত্রীকে অনুরোধ জানিয়ে বলেন, ‘রড-সিমেন্টের দাম যে হারে বাড়ছে, সেটার লাগাম একটু টেনে ধরুন। না হলে ফ্ল্যাটের দাম অনেক বেড়ে যাবে ৷ ড্যাব পূর্বাবস্থায় বহাল করুন। না হলে আমাদের ব্যবসায় ফুলস্টপ পড়ে যাবে।’ 

আজ বৃহস্পতিবার থেকে আগামী সোমবার পর্যন্ত চলবে রিহ্যাব মেলা। এবারের মেলায় প্রায় ১৫০টি আবাসন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। থাকছে ২২০টি স্টল। এ ছাড়া মেলায় ১৫টি নির্মাণসামগ্রী এবং ৩০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। 

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। তবে উদ্বোধনের দিন মেলায় প্রবেশ করা যাবে বেলা ২টায়। মেলায় একবার প্রবেশের টিকিটের মূল্য ৫০ টাকা। আর পাঁচবার প্রবেশের জন্য মাল্টিপল টিকিটের মূল্য ১০০ টাকা। 

২০০১ সাল থেকে রিহ্যাব ঢাকায় আবাসন মেলার আয়োজন করছে। এ ছাড়া চট্টগ্রামে ১৪টি মেলা সফলভাবে সম্পন্ন করেছে রিহ্যাব। রিহ্যাব ২০০৪ সাল থেকে বিদেশেও মেলার আয়োজন করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত