Ajker Patrika

এসবির অফিসার পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ মে ২০২৪, ১৭: ১১
এসবির অফিসার পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৯

পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) কর্মকর্তা পরিচয় দিয়ে পাসপোর্টের জন্য আবেদনকারীদের থেকে অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রোববার দিনের বিভিন্ন সময় রাজধানীর আগারগাঁও অফিস, উত্তরা পাসপোর্ট অফিস ও গাজীপুর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি প্রধান) হারুন আর রশীদ।

তিনি বলেন, ‘এই চক্রের সঙ্গে জড়িত রয়েছে পাসপোর্ট অফিসের আনসার সদস্যরা ও পাসপোর্ট অফিসের কর্মকর্তারা। চক্রটি পুলিশ পরিচয়ে ট্রুকলারে নম্বর সেভ করে পাসপোর্টের আবেদনকারীদের তথ্য নিয়ে মোবাইলে ফোন দিয়ে টাকা হাতিয়ে নিত।’

ডিবি প্রধান বলেন, এ বিষয়ে বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পাসপোর্ট ভেরিফিকেশন শাখা সবুজবাগ থানায় একটি মামলা করেন। পরে ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারেরা হলেন—কাজী মো. বেলাল হোসেন (৩৫), মো. জসিম উদ্দিন (৩৩), মো. আল-আমিন গাজী (২৭), হাসান আহম্মেদ (২৯), মো. সোহাগ আলম, মো. হোসাইন মোল্লা, নুরুজ্জামান মিয়া, মামুনুর রহমান ও মো. রাসেল ইসলাম।

এই চক্রের মূল হোতা বেলাল ও জসিম। তাঁদের মধ্যে বেলাল হোসেনের নামে ডিজিটাল নিরাপত্তা আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা রয়েছে। মো. জসিম উদ্দিনের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত