Ajker Patrika

নাশকতার ৮ মামলায় আগাম জামিন পেলেন নিপুণ রায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নাশকতার ৮ মামলায় আগাম জামিন পেলেন নিপুণ রায়

২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নাশকতার অভিযোগে দায়ের করা আট মামলায় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। 

আজ সোমবার বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ ১১ জানুয়ারি পর্যন্ত তাকে জামিন দিয়েছেন। 

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নিতাই চৌধুরী। সঙ্গে ছিলেন ব্যারিস্টার দেবাশীষ রায় চৌধুরী। 

নিতাই চৌধুরী বলেন, রাজধানীর রমনা ও পল্টন থানায় সাতটি এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়ের করা এক মামলায় তাকে আগাম জামিন দিয়েছেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত