Ajker Patrika

সিইসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ মার্চ ২০২২, ১৫: ১৭
সিইসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি

আদেশের পরও রাজনৈতিক দল হিসেবে গণসংহতি আন্দোলনকে নিবন্ধন না দেওয়ায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ এই রুল জারি করেন। 

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। আদেশের পর তিনি বলেন, ‘সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার বিরুদ্ধে অভিযোগ আনা হলেও এখন নতুন সিইসি আসায় তাঁর ওপর রুলটি জারি করা হয়েছে।’ 

গণসংহতি আন্দোলন নিবন্ধন চেয়ে ২০১৭ সালের ২৮ ডিসেম্বর নির্বাচন কমিশনের কাছে আবেদন করে। কিন্তু কমিশন তাদের নিবন্ধন না দেওয়ার সিদ্ধান্ত জানালে গণসংহতি আন্দোলনের পক্ষে দলটির প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি হাইকোর্টে রিট করেন। রিটের শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করেন। 

২০১৯ সালের ১১ এপ্রিল রুল যথাযথ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে নিবন্ধন প্রদানের প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়। এরপর এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় গত বছরের ১০ অক্টোবর নির্বাচন কমিশনকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়। সেই নোটিশের পরও কমিশন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তাই সিইসি কে এম নূরুল হুদার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত অবমাননার রুল জারি করলেন হাইকোর্ট। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত