Ajker Patrika

বিরামপুরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে যুবকের হাত-পা বিচ্ছিন্ন

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি 
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরামপুর রেলস্টেশনে চলন্ত ট্রেনে ওঠার সময় পা পিছলে পড়ে ট্রেনের নিচে কাটা পড়ে আশরাফুল ইসলাম (৪০) নামের এক যুবকের একটি হাত ও একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার (১৭ মে) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহত আশরাফুল ইসলাম পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলার বারুইপাড়া সুজাপুর গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস বিরামপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে যান আশরাফুল। এতে ট্রেনের চাকার নিচে পড়ে তাঁর বাম হাত ও বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে বিরামপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার ইশরাফিল সরকার বলেন, খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে জানানো হয়। ফায়ার সার্ভিসের একটি দল এসে আহত ব্যক্তিকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এবং হাসপাতাল সূত্রে জানা গেছে, অতিরিক্ত রক্তক্ষরণে আশরাফুল ইসলামের শারীরিক অবস্থা শঙ্কাজনক হওয়ায় তাৎক্ষণিকভাবে তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পার্বতীপুর থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকরুল ইসলাম বলেন, চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করার সময় দুর্ঘটনাটি ঘটে। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শাহরিয়ার কবির বলেন, হাত ও পা বিচ্ছিন্ন অবস্থায় ওই যুবককে ফায়ার সার্ভিসের কর্মীরা হাসপাতালে নিয়ে আসেন। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর অবস্থা সংকটাপন্ন হওয়ায় সঙ্গে সঙ্গে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত