Ajker Patrika

১৫ দিনের সংস্কার কাজ শেষ, সকালে খুলছে পোস্তগোলা সেতু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০৯: ২৬
১৫ দিনের সংস্কার কাজ শেষ, সকালে খুলছে পোস্তগোলা সেতু

সংস্কারকাজ শেষে ঢাকার অন্যতম প্রবেশপথ বুড়িগঙ্গা নদীর ওপর পোস্তগোলা সেতু শনিবার (৯ মার্চ) সকাল থেকে চালু হচ্ছে। আবার আগের মতোই সেতু দিয়ে যানবাহন চলাচল করতে পারবে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। 

এর আগে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের তিন কিলোমিটারে অবস্থিত বুড়িগঙ্গা প্রথম সেতুর দুটি গার্ডার মেরামত ও রেট্রোফিটিংয়ের জন্য ১৫ দিনের যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। ২২ ফেব্রুয়ারি থেকে এ কাজ শুরু হয়। সংস্কারকাজ করার সময় যানবাহনকে বিকল্প পথ ব্যবহার করতে অনুরোধ জানায় সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। এ বিষয়ে তারা গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। এর মধ্যে ২২ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারী যান চলাচল নিষেধ ছিল। আর বাস ও হালকা যানবাহনের জন্য পাঁচ দিন (২৪ ও ২৬ ফেব্রুয়ারি ও ১, ৪ ও ৮ মার্চ) বন্ধ ছিল সেতু। 

কাজ শেষে যথারীতি সেতু খুলে দেওয়া হচ্ছে। 

এ ব্যাপারে সড়ক ও সেতু বিভাগের ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজ উদ্দিন খান জানান, সেতুর মেরামতকাজ শেষ হয়েছে। আজ (শুক্রবার) রাতে লোড টেস্ট করা হবে, যা রাতেই সম্পন্ন হবে। সকাল ৬টা থেকে সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। 

সংশ্লিষ্টরা জানান, ২০২০ সালের জুনে ডুবে যাওয়া লঞ্চ মর্নিংবার্ড উদ্ধারে আসা জাহাজের ক্রেন ধাক্কা খায় পোস্তগোলা সেতুর পূর্ব পাশের আই গার্ডারে। ওই সময় সেতুটি মেরামত করা হলেও পরে আবার ফাটল দেখা দেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

এইচএসসির স্থগিত ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিনে: শিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত