শ্যামপুর-কদমতলী (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর কদমতলী এলাকায় দীর্ঘদিনের গ্যাস-সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী গ্রাহকেরা। আজ শনিবার সকালে মোহাম্মদবাগ চৌরাস্তায় এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে এ এলাকায় গ্যাস-সংকট চলছে। বাসাবাড়িতে রান্নার চুলা জ্বলে না, ফলে বাধ্য হয়ে শুকনো খাবার কিংবা হোটেল থেকে কিনে খেতে হচ্ছে। এতে বিশেষ করে শিক্ষার্থী ও শিশুদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
তানভীর আহমেদ রবিন বলেন, এলাকার গ্যাস পাইপলাইন ২৫-৩০ বছরের পুরোনো। লিকেজের কারণে স্যুয়ারেজের পানি পাইপলাইনে ঢুকে গ্যাস সরবরাহ ব্যাহত করছে। বিগত সরকারের আমলে বহুবার অভিযোগ জানানো হলেও সমাধান মেলেনি। রমজান মাসেও যদি গ্যাস-সংকট চলতে থাকে, তাহলে এলাকাবাসী মহাসড়ক অবরোধ করতে বাধ্য হবে।
ভুক্তভোগী বাসিন্দারা জানান, গ্যাস না পেয়েও প্রতি মাসে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে বিল দিতে হচ্ছে। অন্যদিকে বিকল্প হিসেবে সিলিন্ডার গ্যাস কিনতে গিয়ে অতিরিক্ত টাকা খরচ হচ্ছে, যা আর্থিকভাবে ক্ষতিসাধন করছে।
এ মানববন্ধনে নেতৃত্ব দেন ৬০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাবেক মেম্বার খোরশেদ আলম খোকন ও হাজী লুৎফর রহমান। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৯, ৬০ ও ৫৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদবাগ, মেরাজনগর, কদমতলী, শ্যামপুর, স্মৃতিধারা, পলাশপুর, বাকচর, ঢাকাম্যাচ, জনতাবাগসহ বিভিন্ন এলাকার সহস্রাধিক মানুষ এতে অংশ নেন।
রাজধানীর কদমতলী এলাকায় দীর্ঘদিনের গ্যাস-সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী গ্রাহকেরা। আজ শনিবার সকালে মোহাম্মদবাগ চৌরাস্তায় এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে এ এলাকায় গ্যাস-সংকট চলছে। বাসাবাড়িতে রান্নার চুলা জ্বলে না, ফলে বাধ্য হয়ে শুকনো খাবার কিংবা হোটেল থেকে কিনে খেতে হচ্ছে। এতে বিশেষ করে শিক্ষার্থী ও শিশুদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
তানভীর আহমেদ রবিন বলেন, এলাকার গ্যাস পাইপলাইন ২৫-৩০ বছরের পুরোনো। লিকেজের কারণে স্যুয়ারেজের পানি পাইপলাইনে ঢুকে গ্যাস সরবরাহ ব্যাহত করছে। বিগত সরকারের আমলে বহুবার অভিযোগ জানানো হলেও সমাধান মেলেনি। রমজান মাসেও যদি গ্যাস-সংকট চলতে থাকে, তাহলে এলাকাবাসী মহাসড়ক অবরোধ করতে বাধ্য হবে।
ভুক্তভোগী বাসিন্দারা জানান, গ্যাস না পেয়েও প্রতি মাসে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে বিল দিতে হচ্ছে। অন্যদিকে বিকল্প হিসেবে সিলিন্ডার গ্যাস কিনতে গিয়ে অতিরিক্ত টাকা খরচ হচ্ছে, যা আর্থিকভাবে ক্ষতিসাধন করছে।
এ মানববন্ধনে নেতৃত্ব দেন ৬০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাবেক মেম্বার খোরশেদ আলম খোকন ও হাজী লুৎফর রহমান। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৯, ৬০ ও ৫৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদবাগ, মেরাজনগর, কদমতলী, শ্যামপুর, স্মৃতিধারা, পলাশপুর, বাকচর, ঢাকাম্যাচ, জনতাবাগসহ বিভিন্ন এলাকার সহস্রাধিক মানুষ এতে অংশ নেন।
বগুড়ায় আদালতে সঠিক সাক্ষ্য না দেওয়া, সাক্ষ্য দিতে হাজির না হওয়া এবং সরকারি আইন কর্মকর্তাদের দুর্বলতার কারণে গত এক বছরে ৬ শতাধিক মাদক মামলায় প্রায় ১ হাজার আসামি খালাস পেয়েছেন। এর মধ্যে ২২টি মামলায় ৪৪ জন পুলিশ ও র্যাব কর্মকর্তা আদালতে সাক্ষ্য দিতে হাজির হননি। এ কারণে ৪৪ পুলিশ কর্মকর্তার ...
২৯ মিনিট আগেদিনাজপুরের দুলাল হোসেন পেশায় রংমিস্ত্রি। কাজের সন্ধানে তিনি ঢাকায় গিয়েছিলেন। জুটেছিল কাজও। তবে গত বছরের জুলাই আন্দোলনে জড়িয়ে পড়েন তিনি। গত ৫ আগস্ট সরকার পতনের দিন রাজধানীর উত্তরায় মিছিলে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন তিনি। এখন ক্রাচে ভর দিয়ে হাঁটেন। তবে যে স্বপ্ন নিয়ে ঢাকা এসেছিলেন, তা এখন ফিকে...
৩৩ মিনিট আগে২০২০ সালে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাবেক সংসদ সদস্য এবং প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরীর হাত ধরে রাজনীতিতে আসেন আবুল বাশার সুজন। এর আগে ছিলেন পশুর হাটের ইজারাদার। অল্প সময়ের মধ্যেই ফারুকের ডান হাত হন। কিছুদিন পর তানোর পৌরসভার মেয়র হওয়ারও স্বপ্ন দেখতে শুরু করেন সুজন। সেখানে বাড়ি করেন...
৩৭ মিনিট আগেদরিদ্র পরিবারের সন্তান নুর আলী (৪৭)। করতেন রাজমিস্ত্রির কাজ। জমিজমা তেমন ছিল না, বাবাও ছিলেন দিনমজুর। বাড়ি বলতে ছিল আধা পাকা টিনের ঘর। অথচ ১০ বছরের ব্যবধানে সেই ব্যক্তি কোটিপতি বনে গেছেন। শুধু তা-ই নয়। আধা পাকা টিনের ঘরের জায়গায় এখন বিশাল তিনতলা আলিশান বাড়ি। যার মূল্য কোটি টাকা।
৪২ মিনিট আগে