গাজীপুর প্রতিনিধি
নাট্যব্যক্তিত্ব ও দেশ নাটকের কর্ণধার এহসানুল আজিজ বাবুকে রাজধানীর মোহাম্মদপুরের হাউজিং সোসাইটি এলাকা থেকে গতকাল মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর পুলিশ। গাজীপুর সদর মেট্রো থানায় সন্ত্রাসবিরোধী আইনে হওয়া একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর আজ বুধবার বাবুকে গাজীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতে হাজির করে আরও তথ্যপ্রমাণ উদ্ঘাটনের জন্য পুলিশ তাঁর ১০ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালতের বিচারক ইকবাল হোসেন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে নাট্যকার এহসানুল আজিজ বাবুকে গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এর নিন্দা জানিয়ে বিভিন্ন ব্যক্তি পোস্ট দিয়েছেন। তাঁরা তাঁর মুক্তি দাবি জানিয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, এবারের বিশ্ব ইজতেমার সময় জঙ্গি হামলার হুমকি দিয়ে ফেসবুকে একটি পোস্ট দেওয়া হয়। পরে গাজীপুর মহানগর পুলিশের সাইবার টিমের সহযোগিতায় হুমকিদাতা আলামিন হোসেন নামের এক যুবলীগ কর্মীকে গত ১৫ ফেব্রুয়ারি মহানগরীর শিমুলতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর স্বীকারোক্তি ও প্রাপ্ত তথ্য অনুযায়ী সদর মেট্রো থানার এসআই মাসুদ আনোয়ার আকন্দ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন/২০০৯–এ একটি মামলা করেন।
পরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে পুলিশ রনি সরকার, সাইফুর রহমান শাওন ও সিয়াম হোসেনকে গ্রেপ্তার করে। তাঁদের দেওয়া তথ্য ও ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করে ঘটনায় জড়িত থাকার অভিযোগে এহসানুল আজিজ বাবুকে রাজধানীর মোহাম্মদপুরের হাউজিং সোসাইটি এলাকা থেকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) তাহেরুল হক চৌহান বলেন, গ্রেপ্তার আসামিদের ব্যবহৃত বিভিন্ন মোবাইল ফোন ও তাঁদের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। ধৃত ও পলাতক আসামিরা রাষ্ট্রবিরোধী ও জননিরাপত্তার জন্য হুমকিমূলক বিভিন্ন কাজে জড়িত। তাঁদের বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে।
নাট্যব্যক্তিত্ব ও দেশ নাটকের কর্ণধার এহসানুল আজিজ বাবুকে রাজধানীর মোহাম্মদপুরের হাউজিং সোসাইটি এলাকা থেকে গতকাল মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর পুলিশ। গাজীপুর সদর মেট্রো থানায় সন্ত্রাসবিরোধী আইনে হওয়া একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর আজ বুধবার বাবুকে গাজীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতে হাজির করে আরও তথ্যপ্রমাণ উদ্ঘাটনের জন্য পুলিশ তাঁর ১০ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালতের বিচারক ইকবাল হোসেন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে নাট্যকার এহসানুল আজিজ বাবুকে গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এর নিন্দা জানিয়ে বিভিন্ন ব্যক্তি পোস্ট দিয়েছেন। তাঁরা তাঁর মুক্তি দাবি জানিয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, এবারের বিশ্ব ইজতেমার সময় জঙ্গি হামলার হুমকি দিয়ে ফেসবুকে একটি পোস্ট দেওয়া হয়। পরে গাজীপুর মহানগর পুলিশের সাইবার টিমের সহযোগিতায় হুমকিদাতা আলামিন হোসেন নামের এক যুবলীগ কর্মীকে গত ১৫ ফেব্রুয়ারি মহানগরীর শিমুলতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর স্বীকারোক্তি ও প্রাপ্ত তথ্য অনুযায়ী সদর মেট্রো থানার এসআই মাসুদ আনোয়ার আকন্দ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন/২০০৯–এ একটি মামলা করেন।
পরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে পুলিশ রনি সরকার, সাইফুর রহমান শাওন ও সিয়াম হোসেনকে গ্রেপ্তার করে। তাঁদের দেওয়া তথ্য ও ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করে ঘটনায় জড়িত থাকার অভিযোগে এহসানুল আজিজ বাবুকে রাজধানীর মোহাম্মদপুরের হাউজিং সোসাইটি এলাকা থেকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) তাহেরুল হক চৌহান বলেন, গ্রেপ্তার আসামিদের ব্যবহৃত বিভিন্ন মোবাইল ফোন ও তাঁদের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। ধৃত ও পলাতক আসামিরা রাষ্ট্রবিরোধী ও জননিরাপত্তার জন্য হুমকিমূলক বিভিন্ন কাজে জড়িত। তাঁদের বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে।
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বুধবার সন্ধ্যায় রংপুর শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
১০ মিনিট আগেআসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্র ৩ দিন বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। আগামী ৩০-৩১ মার্চ এবং ১ এপ্রিল ছুটি থাকবে। তবে চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল ফিতর ১ এপ্রিল অনুষ্ঠিত হলে সেক্ষেত্রে পরদিন ২ এপ্রিল সংবাদপত্র বন্ধ থাকবে। নোয়াবের এমন সিদ্ধান্তের...
৩৩ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভূমিপল্লী আবাসন এলাকায় চার মাস আগে বাসা ভাড়া নিতে আসেন আরসার প্রধান আতাউল্লাহ। বাড়ির মালিকদের কাছে চট্টগ্রামের মাছ ব্যবসায়ী হিসেবে নিজেকে পরিচয় দেন। জাতীয় পরিচয়পত্র ‘দিই, দিচ্ছি’ করে সময়ক্ষেপণ করেন তিনি। এরই মধ্যে র্যাবের জালে গ্রেপ্তার হওয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
৪১ মিনিট আগেবন্দরের লাঙ্গলবন্দ এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের স্নান উৎসবের প্রস্তুতি সভায় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে