Ajker Patrika

শিমুলিয়া ঘাটে উপচে পড়া ভিড়, ঝুঁকি নিয়ে ট্রলারে পদ্মা পাড়ি

প্রতিনিধি
Thumbnail image

মুন্সিগঞ্জ: আজও মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে কয়েক হাজার ঘরমুখী মানুষ জড়ো হয়েছে। ঈদ উপলক্ষে বাড়ি যেতে তারা পন্টুন ও এর আশপাশে অপেক্ষা করছেন। সকাল থেকে এ পর্যন্ত ডিএমএল ও যমুনা নামে মাত্র দুটি ফেরি ছেড়ে গেছে। জরুরি সেবার জন্য চললেও ফেরি দুটি মূলত ঠাসাঠাসি করা যাত্রী নিয়ে ঘাট ছেড়েছে।

বিজিবির ঢিলেঢালা অবস্থান ও বিকল্প পথে এসব লোক ঘাটে পৌঁছাতে পারছেন। ঘাটে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর রয়েছে নৌ-পুলিশ। এদিকে নৌ-পুলিশের চোখ ফাঁকি দিয়ে ট্রলারে পদ্মা পারাপার শুরু হয়েছে। এসব ট্রলারে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী নেওয়া হচ্ছে। উপায় না পেয়ে যাত্রীরাও যে যার মত পারছেন উঠে যাচ্ছেন। এভাবে অতিরিক্ত যাত্রীসহ পদ্মা পাড়ি দেওয়ার ঝুঁকির বিষয়েও তোয়াক্কা নেই।

মাওয়া নৌ পুলিশের ইনচার্জ সিরাজুল কবির বলেন, 'ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী নিয়ে ঝুঁকিপূর্ণভাবে ট্রলারে যাত্রী পারাপার করছে অনেকে। ঘাট থেকে দূরের   বিকল্প স্থান থেকে এসব ট্রলার ছাড়া হচ্ছে। এ পর্যন্ত অভিযান চালিয়ে আমরা এমন ১৩টি ট্রলার ও ১১ জন চালককে আটক করেছি। এ অভিযান অব্যাহত থাকবে।

দুটি ফেরিতে কিছু লোক পার হলেও শিমুলিয়া ঘাটে ও ঢাকা-মাওয়া মহাসড়কে মালবাহী গাড়ির লম্বা সারি দেখা গেছে। ট্রাক ও ব্যক্তিগত গাড়ি মিলে পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় ৪৫০টি যানবাহন।

প্রসঙ্গত, করোনার সংক্রমণ রোধে দেশে সরকার ঘোষিত লকডাউন চলছে। লকডাউন সফল করতে লঞ্চ, দূরপাল্লার বাস, ট্রেন বন্ধ রাখা হয়েছে। শুক্রবার মধ্যরাতে নৌ-পরিবহন মন্ত্রণালয় ঘোষণা অনুযায়ী শনিবার থেকে দিনে ফেরিসহ যাত্রীবাহী নৌ-যান চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত ফেরি সার্ভিস বন্ধ থাকবে। এতে ভোগান্তিতে পড়ছে দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত