Ajker Patrika

সুনসান ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক 

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ১৪: ৫৭
Thumbnail image

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবি আদায়ে আজ চলছে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি। আরেকদিকে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে চলছে অনির্দিষ্টকালের কারফিউ। এই পরিস্থিতিতে ভোর থেকেই সুনসান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশ। 

মহাসড়কে নেই যানবাহন চলাচল। দুই পাশে অবস্থিত বিভিন্ন দোকানপাটও বন্ধ থাকায় মহাসড়ক একেবারে ফাঁকা হয়ে রয়েছে। এদিকে আন্দোলনরত শিক্ষার্থী কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে মহাসড়কে দেখা যায়নি। 

আজ সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে গিয়ে এমনই চিত্র লক্ষ করা গেছে। 

ব্যস্ততম এই মহাসড়কে দূরপাল্লার যানবাহন থেকে শুরু করে আঞ্চলিক কোনো যানবাহনও চলাচল দেখা যায়নি। অন্যান্য সময় রিকশা, ইজিবাইকসহ ছোট ছোট যানবাহন চলাচল করতে দেখা গেলেও এবার তারও দেখা মেলেনি। এর ফলে কারফিউ থাকা সত্ত্বেও জরুরি কাজে বের হওয়া যাত্রীরা বিপাকে পড়ছেন। শুধু মহাসড়কে অ্যাম্বুলেন্স চলাচল করতে দেখা গেছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কেবল দুই-একটি অ্যাম্বুলেন্স চলাচল করতে দেখা গেছে। ছবি: আজকের পত্রিকাপেশায় চাকরিজীবী আফজাল হোসেনের সঙ্গে দেখা এই পরিস্থিতিতে। তিনি বলেন, স্ত্রীকে সাইনবোর্ডের প্রো অ্যাকটিভ হাসপাতালে নিয়ে যাব। তাই বের হয়েছিলাম। মহাসড়কে এসে দেখি একটা রিকশাও চলাচল করছে না। আবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হওয়ায় অনেক সমস্যায় পড়ে গেলাম।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ কিংবা কাঁচপুর হাইওয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত