জাবি প্রতিনিধি
অনুমতি ছাড়াই বিদেশে অবস্থানের কারণে ৪ শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। উপাচার্য অধ্যাপক নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ৩০৯ তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সিন্ডিকেট সদস্য বিষয়টি নিশ্চিত করে জানান, চাকরি হারানো ওই চার শিক্ষক হলেন—ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সাব্বির আহমেদ চৌধুরী, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সায়েমা খাতুন, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী ও পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আরিফুর রহমান।
জানা গেছে, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সাব্বির আহমেদ চৌধুরী ব্যক্তিগত প্রয়োজনে যুক্তরাষ্ট্র ভ্রমণের জন্য গত ২০১৭ সালের ২২ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি ২০১৮ পর্যন্ত ছুটি নিলেও ৭ জানুয়ারি ২০১৮ তারিখ থেকে ২১ মে ২০১৮ পর্যন্ত অতিরিক্ত ১০৫ দিন বিদেশে অবস্থান করেন। পরে ২২ মে ২০১৮ তারিখে বিভাগে পুনরায় যোগদান করলেও ২০১৮ সালের জুন মাস থেকে বিভাগে অনুপস্থিত ছিলেন। এরপর গত ১২ সেপ্টেম্বর ২০২২ তারিখে ই-মেইলে অবসরের আবেদনের বিষয়টি বিবেচনা করে ১৩ সেপ্টেম্বর ২০১৮ তারিখ থেকে তাঁকে চাকরি থেকে অবসর প্রদান করা হয়।
নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সায়েমা খাতুন গত ৯ আগস্ট ২০২০ তারিখ থেকে ১২ আগস্ট ২০২০ পর্যন্ত ব্যক্তিগত প্রয়োজনে ছুটি নিয়ে যুক্তরাষ্ট্র গমন করলেও পরে বেশ কয়েক দফা ছুটি বর্ধিত করেন। বিশ্ববিদ্যালয় থেকে ৮ আগস্ট ২০২০ তারিখে বিভাগে যোগদানের জন্য বলা হয়। একাধিকবার বলার পরেও যোগদান না করায় গত ১৩ জুলাই ২০২০ থেকে তাঁকে চাকরি থেকে অপসারণ করা হয়।
দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী ১৯ ফেব্রুয়ারি ২০২০ থেকে বিভাগের একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করেন না। বিভাগীয় শিক্ষা কার্যক্রমে অনুপস্থিতির কারণে তাঁকে গত ৫ সেপ্টেম্বর ২০২২ থেকে বরখাস্ত করা হয়।
পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আরিফুর রহমান অননুমোদিতভাবে বিদেশ গমন করেন। বিশ্ববিদ্যালয় থেকে ১২ আগস্ট ২০২১ থেকে তাঁকে অপসারণ করা হয়।
অনুমতি ছাড়াই বিদেশে অবস্থানের কারণে ৪ শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। উপাচার্য অধ্যাপক নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ৩০৯ তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সিন্ডিকেট সদস্য বিষয়টি নিশ্চিত করে জানান, চাকরি হারানো ওই চার শিক্ষক হলেন—ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সাব্বির আহমেদ চৌধুরী, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সায়েমা খাতুন, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী ও পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আরিফুর রহমান।
জানা গেছে, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সাব্বির আহমেদ চৌধুরী ব্যক্তিগত প্রয়োজনে যুক্তরাষ্ট্র ভ্রমণের জন্য গত ২০১৭ সালের ২২ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি ২০১৮ পর্যন্ত ছুটি নিলেও ৭ জানুয়ারি ২০১৮ তারিখ থেকে ২১ মে ২০১৮ পর্যন্ত অতিরিক্ত ১০৫ দিন বিদেশে অবস্থান করেন। পরে ২২ মে ২০১৮ তারিখে বিভাগে পুনরায় যোগদান করলেও ২০১৮ সালের জুন মাস থেকে বিভাগে অনুপস্থিত ছিলেন। এরপর গত ১২ সেপ্টেম্বর ২০২২ তারিখে ই-মেইলে অবসরের আবেদনের বিষয়টি বিবেচনা করে ১৩ সেপ্টেম্বর ২০১৮ তারিখ থেকে তাঁকে চাকরি থেকে অবসর প্রদান করা হয়।
নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সায়েমা খাতুন গত ৯ আগস্ট ২০২০ তারিখ থেকে ১২ আগস্ট ২০২০ পর্যন্ত ব্যক্তিগত প্রয়োজনে ছুটি নিয়ে যুক্তরাষ্ট্র গমন করলেও পরে বেশ কয়েক দফা ছুটি বর্ধিত করেন। বিশ্ববিদ্যালয় থেকে ৮ আগস্ট ২০২০ তারিখে বিভাগে যোগদানের জন্য বলা হয়। একাধিকবার বলার পরেও যোগদান না করায় গত ১৩ জুলাই ২০২০ থেকে তাঁকে চাকরি থেকে অপসারণ করা হয়।
দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী ১৯ ফেব্রুয়ারি ২০২০ থেকে বিভাগের একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করেন না। বিভাগীয় শিক্ষা কার্যক্রমে অনুপস্থিতির কারণে তাঁকে গত ৫ সেপ্টেম্বর ২০২২ থেকে বরখাস্ত করা হয়।
পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আরিফুর রহমান অননুমোদিতভাবে বিদেশ গমন করেন। বিশ্ববিদ্যালয় থেকে ১২ আগস্ট ২০২১ থেকে তাঁকে অপসারণ করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা বলেন, ‘জেলা কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ ও সদস্যসচিব আশফাক আহমেদ জামিল আন্দোলনের আদর্শ ও মূল্যবোধকে অবমাননা করে চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, মামলার তদবির, সরকারি প্রকল্পে দুর্নীতি ও ছাত্র আন্দোলনের নামে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড করছেন।’
২৩ মিনিট আগে৫ আগস্টের পর থেকে ব্যস্ত নগরী ঢাকা যেন আন্দোলনের নগরীতে পরিণত হয়েছে। যৌক্তিক কিংবা অযৌক্তিক দাবি যাই হোক, সবাই নেমে আসছে রাস্তায়। সড়ক অবরোধ করেই যেন আন্দোলনকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা তাদের। আন্দোলনের এই চাপে চিড়েচ্যাপ্টা অবস্থা নগরবাসীর। ঘর থেকে বের হলেই যাত্রাপথের স্বাভাবিক রাস্তা যেখানে ১০ মিনিটে
৩২ মিনিট আগেযমুনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের উদ্দেশে বোতল ফ্লিপ বা ঘূর্ণায়ন অবস্থায় হাওয়ায় তুলে দেন এক যুবক। বোতলটি ঘুরতে ঘুরতে প্রায় ১৫-২০ ফুট দূরে থাকা উপদেষ্টা মাহফুজের মাথায় গিয়ে লাগে। বিষয়টি অনেকের মনেই প্রশ্নের জন্ম
৩৫ মিনিট আগেবাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) ২০২৫-২৭ মেয়াদের পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে। পর্ষদে সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হাতেম। একই সঙ্গে নির্বাহী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফজলে শামীম এহসান।
৩৫ মিনিট আগে