নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় কিশোর গ্যাংয়ের হামলায় দশম শ্রেণির এক ছাত্র নিজ স্কুলের সামনে নিহত হয়েছে। এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে চারজনই অপ্রাপ্তবয়স্ক। গতকাল মঙ্গলবার রাতে ফতুল্লার ইসদাইরে রাবেয়া হোসেন স্কুলের সামনে এই ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্রের নাম ধ্রুব (১৬)। সে ইসদাইর এলাকার মাদব চন্দ্রের ছেলে।
স্থানীয় এক দোকানি বলেন, ‘ধ্রুব, ইয়াসিন, পিয়াস, রিপন, অন্তরসহ কয়েকজন একই শ্রেণিতে পড়ার সুবাদে একসঙ্গেই চলাফেরা করত। তারা স্কুলের সামনে চায়ের দোকানে গভীর রাত পর্যন্ত আড্ডা দিত। মেয়েঘটিত বিষয় নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। আর সেই দ্বন্দ্বের সূত্র ধরেই এই খুনের ঘটনা ঘটে।’
ইসমাঈল নামে একজন স্থানীয় বাসিন্দা বলেন, ‘ভুক্তভোগী ও আটক ব্যক্তি একসঙ্গেই চলাফেরা করত। স্কুল শেষে তারা মেয়েদের পিছু নিত এবং মেয়েদের উত্ত্যক্ত করত। এসব নিয়ে নিজেরা বিরোধে জড়িয়ে মারামারি করেছে। তারা স্থানীয়ভাবে কিশোর গ্যাংয়ের সদস্য বলেই চিনত সবাই।’
ইয়াসিন নামে ধ্রুবর একজন সহপাঠী বলছে, রাতে তাদের বন্ধু পিয়াস তাকেসহ কয়েকজন বন্ধুকে ডেকে নিয়ে যায়। পরে ধ্রুবকে ডেকে নিয়ে স্কুলের কাছে অন্ধকারে নিয়ে যায়। সেখানেই পিয়াস ধ্রুবকে ছুরিকাঘাত এবং অন্যরা মারধর করে।’
এদিকে প্রকাশিত একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত ৮টা ২১ মিনিটে ধ্রুবকে পাঁচ ব্যক্তি ডেকে নিয়ে স্কুলের সামনে অন্ধকার স্থানে নিয়ে যাচ্ছে। এর কিছু সময় পরেই দোকান থেকে একটি ধারালো অস্ত্র নিয়ে আরেকজন পেছন পেছন ছুটে আসে। অস্ত্রটি পিঠের পেছনে লুকিয়ে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যায়। আর সেখানেই ধ্রুবকে ছুরিকাঘাত ও মারধর করা হয়।
এই বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু বলেন, ‘ঘটনার পরপরেই স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় ধ্রুবকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় আমরা পিয়াসসহ পাঁচজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বাকি আসামিদের ধরার চেষ্টা চলছে।’
নারায়ণগঞ্জের ফতুল্লায় কিশোর গ্যাংয়ের হামলায় দশম শ্রেণির এক ছাত্র নিজ স্কুলের সামনে নিহত হয়েছে। এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে চারজনই অপ্রাপ্তবয়স্ক। গতকাল মঙ্গলবার রাতে ফতুল্লার ইসদাইরে রাবেয়া হোসেন স্কুলের সামনে এই ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্রের নাম ধ্রুব (১৬)। সে ইসদাইর এলাকার মাদব চন্দ্রের ছেলে।
স্থানীয় এক দোকানি বলেন, ‘ধ্রুব, ইয়াসিন, পিয়াস, রিপন, অন্তরসহ কয়েকজন একই শ্রেণিতে পড়ার সুবাদে একসঙ্গেই চলাফেরা করত। তারা স্কুলের সামনে চায়ের দোকানে গভীর রাত পর্যন্ত আড্ডা দিত। মেয়েঘটিত বিষয় নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। আর সেই দ্বন্দ্বের সূত্র ধরেই এই খুনের ঘটনা ঘটে।’
ইসমাঈল নামে একজন স্থানীয় বাসিন্দা বলেন, ‘ভুক্তভোগী ও আটক ব্যক্তি একসঙ্গেই চলাফেরা করত। স্কুল শেষে তারা মেয়েদের পিছু নিত এবং মেয়েদের উত্ত্যক্ত করত। এসব নিয়ে নিজেরা বিরোধে জড়িয়ে মারামারি করেছে। তারা স্থানীয়ভাবে কিশোর গ্যাংয়ের সদস্য বলেই চিনত সবাই।’
ইয়াসিন নামে ধ্রুবর একজন সহপাঠী বলছে, রাতে তাদের বন্ধু পিয়াস তাকেসহ কয়েকজন বন্ধুকে ডেকে নিয়ে যায়। পরে ধ্রুবকে ডেকে নিয়ে স্কুলের কাছে অন্ধকারে নিয়ে যায়। সেখানেই পিয়াস ধ্রুবকে ছুরিকাঘাত এবং অন্যরা মারধর করে।’
এদিকে প্রকাশিত একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত ৮টা ২১ মিনিটে ধ্রুবকে পাঁচ ব্যক্তি ডেকে নিয়ে স্কুলের সামনে অন্ধকার স্থানে নিয়ে যাচ্ছে। এর কিছু সময় পরেই দোকান থেকে একটি ধারালো অস্ত্র নিয়ে আরেকজন পেছন পেছন ছুটে আসে। অস্ত্রটি পিঠের পেছনে লুকিয়ে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যায়। আর সেখানেই ধ্রুবকে ছুরিকাঘাত ও মারধর করা হয়।
এই বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু বলেন, ‘ঘটনার পরপরেই স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় ধ্রুবকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় আমরা পিয়াসসহ পাঁচজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বাকি আসামিদের ধরার চেষ্টা চলছে।’
রাজধানীর কাকরাইলে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে বোতল নিক্ষেপের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ও চট্টগ্রাম প্রেসক্লাবের নেতারা। আজ বৃহস্পতিবার (১৫ মে) বিএফইউজে এবং চট্টগ্রাম প্রেসক্লাবের নেতারা এক যুক্ত বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ...
১ ঘণ্টা আগেছয় বছর পর ময়মনসিংহ দক্ষিণ ও উত্তর জেলা এবং মহানগর ছাত্রদলসহ পাঁচটি ইউনিটের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে আনন্দ মোহন সরকারি কলেজ এবং কোতোয়ালি থানা কমিটিও রয়েছে। এ খবরে সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
১ ঘণ্টা আগেমেহেরপুরের গাংনীতে বজ্রপাতে মোছা. রিতা খাতুন (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছেন। এ ছাড়া ফাতেমা খাতুন (৩৫) নামে আরেক গৃহবধূ আহত হন। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার রায়পুর ও সাহারবাটি গ্রামে এসব ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেভারত-বাংলাদেশের বন্ধুত্ব আছে, এই বন্ধুত্ব সব সময় থাকবে বলে জানিয়েছেন রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। আজ বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরে পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
২ ঘণ্টা আগে