সাভার(ঢাকা) প্রতিনিধি
ঢাকার সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন ছেইন অ্যাপারেলস লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ রোববার সকাল থেকে তাঁরা সড়ক আটকে বিক্ষোভ করেন। এতে কারখানাসংলগ্ন সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে।
আন্দোলনকারী শ্রমিকেরা জানিয়েছেন, কারখানাটি বেসরকারি এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের মালিকানাধীন নাসা গ্রুপের একটি প্রতিষ্ঠান। তবে নাসা গ্রুপ বিষয়টি অস্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া পৃথক একটি সূত্র জানিয়েছে কারখানাটি নজরুল ইসলাম মজুমদারের জামাতা মোজাম্মিল হুসাইনের।
সকাল ৮টার দিকে আশুলিয়ার বিশমাইল-জিরাবো সড়কের আমতলা এলাকায় কারখানার সামনে অবরোধ করেন শ্রমিকেরা। প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা ২টার দিকেও অবরোধ অব্যাহত ছিল।
শ্রমিকেরা জানান, তাঁরা এখনো গত মাসের বেতন পাননি। তাঁদের মাসের প্রথম সপ্তাহে বেতন দেওয়ার কথা। প্রথম সপ্তাহে বেতন পরিশোধ না করায় গত ৯ ফেব্রুয়ারি থেকে আন্দোলন করছেন শ্রমিকেরা।
তবে আজ সকালে শ্রমিকেরা কাজে এলে কারখানা বন্ধ দেখতে পান। পরে তাঁরা কারখানার সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
কারখানাটির উৎপাদন (সুইং) বিভাগের শ্রমিক রাশেদুল ইসলাম রাশেদ বলেন, ‘প্রতি মাসে বেতন নিতে গেলে আমাদের আন্দোলন করা লাগে। আমাদের বেতন ৬ থেকে ১০ তারিখের মধ্যে দিয়ে দিলে আমরা খুশি হব। কিন্তু আমরা তা পাই না। প্রতি মাসে মাসে আমাদের বেতনের জন্য আন্দোলন, মারামারি করা লাগে। অন্য কারখানায় গিয়ে চাকরি নেওয়ার জন্য আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) দিলে আর চাকরি হয় না।’
পরিচয় প্রকাশে অনিচ্ছুক আরেক শ্রমিক বলেন, ‘তারা (কারখানা কর্তৃপক্ষ) চায়, সব সময় দেশে যানজট লেগে থাকুক। এ জন্য প্রতি মাসে তাঁরা এই সমস্যা করছেন। যেন আমরা রাস্তায় নামি।’
আরেক শ্রমিক বলেন, ‘আজ ১৬ তারিখ। আমরা এখনো বেতন পাইনি। আমাদের পরিবার আছে। বাড়িতে উঠতে পারছি না। বাড়ির মালিককে ভাড়া পরিশোধ করতে পারছি না। পাঁচ বছর ধরে কারখানা চালু হয়েছে, আমরা ছুটির টাকা পাইনি। শ্রমিকদের অন্যায়ভাবে বের করে দেওয়া হয়। শ্রমিকদের নির্যাতন মারধর করা হয়।’
ছেইন অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোজাম্মিল হুসাইনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে তিনি তা ধরেননি। খুদে বার্তা দিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি। তবে জানা গেছে, তিনি যুক্তরাজ্যের (ইউকে) নাগরিক। বর্তমানে যুক্তরাজ্যেই অবস্থান করছেন।
শিল্প পুলিশ-১ (আশুলিয়া)-এর সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল থেকে শ্রমিকেরা সড়কটি অবরোধ করে রেখেছেন। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মালিক দেশের বাইরে রয়েছেন। তবে কারখানার জিএমকে (মহাব্যবস্থাপক) আমরা পেয়েছি। তিনি জানিয়েছেন, ওক লাখ পোশাক তৈরি আছে। সেগুলো বিক্রি করতে পারলে সেই টাকা শ্রমিকদের বেতন বুঝিয়ে দেবেন।’
মোমিনুল ইসলাম ভূঁইয়া আরও বলেন, ‘আমরা বিজিএমইএতেও খবর দিয়েছি। শ্রমিকেরা মালিকপক্ষ বা বিজিএমইএ থেকে আশ্বাস না পেলে সড়ক ছাড়বেন না বলে জানিয়েছেন। আমরা শ্রমিকদের যৌক্তিক দাবি সমাধানের চেষ্টা করছি।’
পুলিশ সুপার বলেন, ‘নাসা গ্রুপের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা জানিয়েছে এ সম্পর্কে কিছু জানে না। কেউ কেউ বলছেন, এটি নাসা গ্রুপের মালিক নজরুল ইসলাম মজুমদারের জামাতা মোজাম্মিল হুসাইনের মালিকানাধীন প্রতিষ্ঠান।’
শিল্পপ্রতিষ্ঠান নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার জুলাই হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। সর্বশেষ ১২ ফেব্রুয়ারি দুটি হত্যা মামলায় ৫ দিন করে তাঁর ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে গত ১ অক্টোবর তাঁকে গ্রেপ্তার করা হয়।
নজরুল ইসলাম মজুমদার শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিত। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নজরুল ইসলাম মজুমদারের ব্যাংক হিসাব জব্দ করে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে তাঁর স্ত্রী নাছরিন ইসলাম ও তাঁদের ছেলে-মেয়েদের ব্যাংক হিসাবও জব্দ করা হয়।
ঢাকার সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন ছেইন অ্যাপারেলস লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ রোববার সকাল থেকে তাঁরা সড়ক আটকে বিক্ষোভ করেন। এতে কারখানাসংলগ্ন সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে।
আন্দোলনকারী শ্রমিকেরা জানিয়েছেন, কারখানাটি বেসরকারি এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের মালিকানাধীন নাসা গ্রুপের একটি প্রতিষ্ঠান। তবে নাসা গ্রুপ বিষয়টি অস্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া পৃথক একটি সূত্র জানিয়েছে কারখানাটি নজরুল ইসলাম মজুমদারের জামাতা মোজাম্মিল হুসাইনের।
সকাল ৮টার দিকে আশুলিয়ার বিশমাইল-জিরাবো সড়কের আমতলা এলাকায় কারখানার সামনে অবরোধ করেন শ্রমিকেরা। প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা ২টার দিকেও অবরোধ অব্যাহত ছিল।
শ্রমিকেরা জানান, তাঁরা এখনো গত মাসের বেতন পাননি। তাঁদের মাসের প্রথম সপ্তাহে বেতন দেওয়ার কথা। প্রথম সপ্তাহে বেতন পরিশোধ না করায় গত ৯ ফেব্রুয়ারি থেকে আন্দোলন করছেন শ্রমিকেরা।
তবে আজ সকালে শ্রমিকেরা কাজে এলে কারখানা বন্ধ দেখতে পান। পরে তাঁরা কারখানার সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
কারখানাটির উৎপাদন (সুইং) বিভাগের শ্রমিক রাশেদুল ইসলাম রাশেদ বলেন, ‘প্রতি মাসে বেতন নিতে গেলে আমাদের আন্দোলন করা লাগে। আমাদের বেতন ৬ থেকে ১০ তারিখের মধ্যে দিয়ে দিলে আমরা খুশি হব। কিন্তু আমরা তা পাই না। প্রতি মাসে মাসে আমাদের বেতনের জন্য আন্দোলন, মারামারি করা লাগে। অন্য কারখানায় গিয়ে চাকরি নেওয়ার জন্য আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) দিলে আর চাকরি হয় না।’
পরিচয় প্রকাশে অনিচ্ছুক আরেক শ্রমিক বলেন, ‘তারা (কারখানা কর্তৃপক্ষ) চায়, সব সময় দেশে যানজট লেগে থাকুক। এ জন্য প্রতি মাসে তাঁরা এই সমস্যা করছেন। যেন আমরা রাস্তায় নামি।’
আরেক শ্রমিক বলেন, ‘আজ ১৬ তারিখ। আমরা এখনো বেতন পাইনি। আমাদের পরিবার আছে। বাড়িতে উঠতে পারছি না। বাড়ির মালিককে ভাড়া পরিশোধ করতে পারছি না। পাঁচ বছর ধরে কারখানা চালু হয়েছে, আমরা ছুটির টাকা পাইনি। শ্রমিকদের অন্যায়ভাবে বের করে দেওয়া হয়। শ্রমিকদের নির্যাতন মারধর করা হয়।’
ছেইন অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোজাম্মিল হুসাইনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে তিনি তা ধরেননি। খুদে বার্তা দিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি। তবে জানা গেছে, তিনি যুক্তরাজ্যের (ইউকে) নাগরিক। বর্তমানে যুক্তরাজ্যেই অবস্থান করছেন।
শিল্প পুলিশ-১ (আশুলিয়া)-এর সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল থেকে শ্রমিকেরা সড়কটি অবরোধ করে রেখেছেন। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মালিক দেশের বাইরে রয়েছেন। তবে কারখানার জিএমকে (মহাব্যবস্থাপক) আমরা পেয়েছি। তিনি জানিয়েছেন, ওক লাখ পোশাক তৈরি আছে। সেগুলো বিক্রি করতে পারলে সেই টাকা শ্রমিকদের বেতন বুঝিয়ে দেবেন।’
মোমিনুল ইসলাম ভূঁইয়া আরও বলেন, ‘আমরা বিজিএমইএতেও খবর দিয়েছি। শ্রমিকেরা মালিকপক্ষ বা বিজিএমইএ থেকে আশ্বাস না পেলে সড়ক ছাড়বেন না বলে জানিয়েছেন। আমরা শ্রমিকদের যৌক্তিক দাবি সমাধানের চেষ্টা করছি।’
পুলিশ সুপার বলেন, ‘নাসা গ্রুপের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা জানিয়েছে এ সম্পর্কে কিছু জানে না। কেউ কেউ বলছেন, এটি নাসা গ্রুপের মালিক নজরুল ইসলাম মজুমদারের জামাতা মোজাম্মিল হুসাইনের মালিকানাধীন প্রতিষ্ঠান।’
শিল্পপ্রতিষ্ঠান নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার জুলাই হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। সর্বশেষ ১২ ফেব্রুয়ারি দুটি হত্যা মামলায় ৫ দিন করে তাঁর ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে গত ১ অক্টোবর তাঁকে গ্রেপ্তার করা হয়।
নজরুল ইসলাম মজুমদার শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিত। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নজরুল ইসলাম মজুমদারের ব্যাংক হিসাব জব্দ করে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে তাঁর স্ত্রী নাছরিন ইসলাম ও তাঁদের ছেলে-মেয়েদের ব্যাংক হিসাবও জব্দ করা হয়।
পার্বত্য খাগড়াছড়ির সীমান্তবর্তী পানছড়ির বিভিন্ন এলাকায় নির্বিচারে কাটা হচ্ছে পাহাড়। এতে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে একটি চক্র এই পাহাড় কাটায় জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
৩ ঘণ্টা আগেমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার। তবে তীব্র জনবল-সংকটে এখানে চিকিৎসাসেবা পাওয়া দুরূহ। সাতজন চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) থাকার কথা থাকলেও আছেন মাত্র একজন। ২৩ চিকিৎসকের জায়গায় রয়েছেন ১০ জন। চিকিৎসকের ঘাটতি মেটাতে সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসাররা
৩ ঘণ্টা আগেনানা সমস্যায় জর্জরিত দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা। দীর্ঘদিন ধরে পৌর এলাকার রাস্তা ও ড্রেনের নাজুক অবস্থা, নেই পর্যাপ্ত ডাস্টবিন। ফলে যত্রতত্র গড়ে উঠেছে ময়লা-আবর্জনার ভাগাড়। ফলে দুর্ভোগ বেড়েছে পৌরবাসীর। নাগরিকদের অভিযোগ, নামে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাড়েনি সেবার মান। তাই রাস্তা ও ড্রেনগুলো দ্রুত সংস্ক
৩ ঘণ্টা আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৫ কোটির বেশি টাকায় নেওয়া শতাধিক প্রকল্পে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার ও উপজেলা প্রকৌশলী আয়েশা আখতার নিয়ম-বহির্ভূতভাবে প্রকল্প গ্রহণ ও ভুয়া প্রকল্প দেখিয়ে এই অনিয়ম করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি আড়াল করতে প্রকল্পের কাগজপত্র
৩ ঘণ্টা আগে