Ajker Patrika

ইজতেমা আয়োজন করতে মাঠ বুঝে নিলেন সাদপন্থীরা

 টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৬: ৪৮
ফাইল ছবি
ফাইল ছবি

তৃতীয় ধাপের ইজতেমা আয়োজন করতে জেলা প্রশাসকের (ডিসি) কাছ থেকে বিশ্ব ইজতেমা ময়দান বুঝে নিয়েছেন দিল্লির মাওলানা সাদ কান্ধলভির পন্থীদের ইজতেমা আয়োজক কমিটির মুরব্বিরা। আজ রোববার দুপুরে তাঁদের ইজতেমা ময়দান বুঝিয়ে দেওয়া হয়।

গাজীপুর জেলা প্রশাসকের সমন্বয় কেন্দ্রে মাওলানা সাদ কান্ধলভির পন্থীরা আনুষ্ঠানিকভাবে ইজতেমার ময়দান বুঝে নেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদ হোসেন এবং গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন মাওলানা স্বাদ কান্ধলভির অনুসারীদের পক্ষে উপস্থিত ইঞ্জিনিয়ার শাহ মো. মুহিববুল্লাহর কাছে ময়দান হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার হাফিজুল ইসলাম, ড. রেজাউল করিম, ড. আব্দুস সালাম, সাদ পন্থীদের গণমাধ্যম সমন্বয়ক মোহাম্মদ সায়েম, হাজি মনির হোসেন, আব্দুল হান্নান, বশির আহমেদ সিকদার, হারুন অর রশিদ, সিরাজ শিকদার, আসাদুল্লাহ, মিল্লাত হোসেন, মো. আসলাম ও মোহাম্মদ হোসেন।

১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি তৃতীয় ধাপে ইজতেমার আয়োজন করা হচ্ছে। এ উপলক্ষে ময়দানের প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করে দিয়েছেন মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা।

ইজতেমা শেষে ১৮ ফেব্রুয়ারি প্রশাসনের কাছে ময়দান বুঝিয়ে দেবেন মাওলানা সাদের অনুসারীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আওয়ামী লীগকেও পথভ্রষ্ট করেছেন শেখ হাসিনা

গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা ও বাংলাদেশের ক্ষতিপূরণ দাবির উল্লেখ নেই পাকিস্তানের বিবৃতিতে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত