উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর দক্ষিণখানে বাসা থেকে বেরিয়ে চার দিন ধরে নিখোঁজ রয়েছে ১৩ বছর বয়সী দুই মাদ্রাসাছাত্র মাহিন ইসলাম নিহার ও মো. রিমন। থানার কার্যক্রম বন্ধ থাকায় তাদের পরিবার পুলিশেরও সহযোগিতা নিতে পারছে না।
দক্ষিণখানের পূর্ব মোল্লারটেকের সরদারপাড়া থেকে গত বুধবার (৭ আগস্ট) রাত ৯টার পর থেকে তারা নিখোঁজ।
নিখোঁজ হওয়া নিহারের মা মোছা. নাছিমা আক্তার ও রিমনের মা মোছা. রুনা গতকাল শুক্রবার (১০ আগস্ট) বিকেলে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
মাহিন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ডায়মন্ড ইন্টারন্যাশনাল মাদ্রাসায় হাফেজখানা বিভাগে লেখাপড়া করত। সে দক্ষিণখানে পূর্ব মোল্লারটেকের সরদারপাড়া এলাকার মো. শফিকুল ইসলাম ও নাছিমা আক্তার দম্পতির ছেলে। দুই বোন এক ভাইয়ের মধ্যে মাহিন সবার বড়।
অপর দিকে রিমন নোয়াখালী সদর উপজেলার বৈচন্দ্রপুরে মো. জাফর ও মোছা. রুনার ছেলে। সে দক্ষিণখানের পূর্ব মোল্লারটেকের সদরদারপাড়া এলাকায় বাবা–মায়ের সঙ্গে ভাড়া থাকত। সে বাসার পাশের একটি ফার্নিচারের দোকানে কাজ করত।
মাহিনের মামা আরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মাদ্রাসা থেকে ছুটিতে বাসায় এসেছিল। বুধবার রাত ৯টার দিকে কালো টি–শার্ট ও চেক পায়জামা পরিহিত অবস্থায় বাসা থেকে বেরিয়ে একই বয়সী ছেলেদের সঙ্গে কথা বলছিল। রাত ১০টা বেজে গেলেও বাসায় না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। এর পর থেকে আত্মীয়স্বজন ও মাহিনের মাদ্রাসাতেও খোঁজ নিয়ে কোনো সন্ধান পাওয়া যায়নি।’
মাহিনের মা নাছিমা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের সব আত্মীয়স্বজন, আশপাশের সব থানা ও হাসপাতালে খোঁজাখুঁজি করেছি। কিন্তু মাহিনকে খুঁজে পাচ্ছি না।’
নাছিমা বলেন, ‘বাসার পাশে একসঙ্গে তিন ছেলে কথা বলছিল। তিনজনের একজন ছিল ওদের দুজন থেকে ছোট। ও বাসায় চলে আসছে। কিন্তু মাহিন ও রিমন দুজনকে তিন দিন ধরে খুঁজে পাচ্ছি না। থানাও বন্ধ, পুলিশের সহযোগিতাও নিতে পারছি না।’
রিমনের মা রুমা আজকের পত্রিকাকে বলেন, ‘রিমন লেখাপড়া করত না। বাসার পাশের ফার্নিচারের দোকানে কাজ করত। আমরা ঢাকা ও গ্রামের সব আত্মীয়স্বজনের বাসায় খোঁজখবর নিয়েছি। কোথাও খুঁজে পাচ্ছি না।’
রাজধানীর দক্ষিণখানে বাসা থেকে বেরিয়ে চার দিন ধরে নিখোঁজ রয়েছে ১৩ বছর বয়সী দুই মাদ্রাসাছাত্র মাহিন ইসলাম নিহার ও মো. রিমন। থানার কার্যক্রম বন্ধ থাকায় তাদের পরিবার পুলিশেরও সহযোগিতা নিতে পারছে না।
দক্ষিণখানের পূর্ব মোল্লারটেকের সরদারপাড়া থেকে গত বুধবার (৭ আগস্ট) রাত ৯টার পর থেকে তারা নিখোঁজ।
নিখোঁজ হওয়া নিহারের মা মোছা. নাছিমা আক্তার ও রিমনের মা মোছা. রুনা গতকাল শুক্রবার (১০ আগস্ট) বিকেলে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
মাহিন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ডায়মন্ড ইন্টারন্যাশনাল মাদ্রাসায় হাফেজখানা বিভাগে লেখাপড়া করত। সে দক্ষিণখানে পূর্ব মোল্লারটেকের সরদারপাড়া এলাকার মো. শফিকুল ইসলাম ও নাছিমা আক্তার দম্পতির ছেলে। দুই বোন এক ভাইয়ের মধ্যে মাহিন সবার বড়।
অপর দিকে রিমন নোয়াখালী সদর উপজেলার বৈচন্দ্রপুরে মো. জাফর ও মোছা. রুনার ছেলে। সে দক্ষিণখানের পূর্ব মোল্লারটেকের সদরদারপাড়া এলাকায় বাবা–মায়ের সঙ্গে ভাড়া থাকত। সে বাসার পাশের একটি ফার্নিচারের দোকানে কাজ করত।
মাহিনের মামা আরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মাদ্রাসা থেকে ছুটিতে বাসায় এসেছিল। বুধবার রাত ৯টার দিকে কালো টি–শার্ট ও চেক পায়জামা পরিহিত অবস্থায় বাসা থেকে বেরিয়ে একই বয়সী ছেলেদের সঙ্গে কথা বলছিল। রাত ১০টা বেজে গেলেও বাসায় না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। এর পর থেকে আত্মীয়স্বজন ও মাহিনের মাদ্রাসাতেও খোঁজ নিয়ে কোনো সন্ধান পাওয়া যায়নি।’
মাহিনের মা নাছিমা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের সব আত্মীয়স্বজন, আশপাশের সব থানা ও হাসপাতালে খোঁজাখুঁজি করেছি। কিন্তু মাহিনকে খুঁজে পাচ্ছি না।’
নাছিমা বলেন, ‘বাসার পাশে একসঙ্গে তিন ছেলে কথা বলছিল। তিনজনের একজন ছিল ওদের দুজন থেকে ছোট। ও বাসায় চলে আসছে। কিন্তু মাহিন ও রিমন দুজনকে তিন দিন ধরে খুঁজে পাচ্ছি না। থানাও বন্ধ, পুলিশের সহযোগিতাও নিতে পারছি না।’
রিমনের মা রুমা আজকের পত্রিকাকে বলেন, ‘রিমন লেখাপড়া করত না। বাসার পাশের ফার্নিচারের দোকানে কাজ করত। আমরা ঢাকা ও গ্রামের সব আত্মীয়স্বজনের বাসায় খোঁজখবর নিয়েছি। কোথাও খুঁজে পাচ্ছি না।’
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৬ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৭ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৮ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৮ ঘণ্টা আগে