Ajker Patrika

দক্ষিণখানে ৪ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্রসহ দুই কিশোর

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১০ আগস্ট ২০২৪, ১৯: ৪১
দক্ষিণখানে ৪ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্রসহ দুই কিশোর

রাজধানীর দক্ষিণখানে বাসা থেকে বেরিয়ে চার দিন ধরে নিখোঁজ রয়েছে ১৩ বছর বয়সী দুই মাদ্রাসাছাত্র মাহিন ইসলাম নিহার ও মো. রিমন। থানার কার্যক্রম বন্ধ থাকায় তাদের পরিবার পুলিশেরও সহযোগিতা নিতে পারছে না। 

দক্ষিণখানের পূর্ব মোল্লারটেকের সরদারপাড়া থেকে গত বুধবার (৭ আগস্ট) রাত ৯টার পর থেকে তারা নিখোঁজ।

নিখোঁজ হওয়া নিহারের মা মোছা. নাছিমা আক্তার ও রিমনের মা মোছা. রুনা গতকাল শুক্রবার (১০ আগস্ট) বিকেলে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। 

মাহিন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ডায়মন্ড ইন্টারন্যাশনাল মাদ্রাসায় হাফেজখানা বিভাগে লেখাপড়া করত। সে দক্ষিণখানে পূর্ব মোল্লারটেকের সরদারপাড়া এলাকার মো. শফিকুল ইসলাম ও নাছিমা আক্তার দম্পতির ছেলে। দুই বোন এক ভাইয়ের মধ্যে মাহিন সবার বড়। 

অপর দিকে রিমন নোয়াখালী সদর উপজেলার বৈচন্দ্রপুরে মো. জাফর ও মোছা. রুনার ছেলে। সে দক্ষিণখানের পূর্ব মোল্লারটেকের সদরদারপাড়া এলাকায় বাবা–মায়ের সঙ্গে ভাড়া থাকত। সে বাসার পাশের একটি ফার্নিচারের দোকানে কাজ করত। 

মাহিনের মামা আরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মাদ্রাসা থেকে ছুটিতে বাসায় এসেছিল। বুধবার রাত ৯টার দিকে কালো টি–শার্ট ও চেক পায়জামা পরিহিত অবস্থায় বাসা থেকে বেরিয়ে একই বয়সী ছেলেদের সঙ্গে কথা বলছিল। রাত ১০টা বেজে গেলেও বাসায় না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। এর পর থেকে আত্মীয়স্বজন ও মাহিনের মাদ্রাসাতেও খোঁজ নিয়ে কোনো সন্ধান পাওয়া যায়নি।’ 

মাহিনের মা নাছিমা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের সব আত্মীয়স্বজন, আশপাশের সব থানা ও হাসপাতালে খোঁজাখুঁজি করেছি। কিন্তু মাহিনকে খুঁজে পাচ্ছি না।’ 

নাছিমা বলেন, ‘বাসার পাশে একসঙ্গে তিন ছেলে কথা বলছিল। তিনজনের একজন ছিল ওদের দুজন থেকে ছোট। ও বাসায় চলে আসছে। কিন্তু মাহিন ও রিমন দুজনকে তিন দিন ধরে খুঁজে পাচ্ছি না। থানাও বন্ধ, পুলিশের সহযোগিতাও নিতে পারছি না।’ 

রিমনের মা রুমা আজকের পত্রিকাকে বলেন, ‘রিমন লেখাপড়া করত না। বাসার পাশের ফার্নিচারের দোকানে কাজ করত। আমরা ঢাকা ও গ্রামের সব আত্মীয়স্বজনের বাসায় খোঁজখবর নিয়েছি। কোথাও খুঁজে পাচ্ছি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত