নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে অঘোষিতভাবে চলছে পরিবহন ধর্মঘট। এর ফলে শুক্রবার সকাল থেকেই রাজধানীর কোনো রুটে চলছে না গণপরিবহন। এতে ভোগান্তিতে পড়েছে রাস্তায় বের হওয়া যাত্রীরা। এদিকে ট্রাক-কাভার্ড ভ্যান ধর্মঘটের পূর্বঘোষণা থাকায় রাজধানীর কোথাও পণ্য পরিবহনের ট্রাক-কাভার্ড ভ্যান চলতে দেখা যায়নি।
সরেজমিন ঘুরে দেখা যায়, রাজধানীর বিভিন্ন সড়কে মাঝেমধ্যে দু-একটি বিআরটিসির বাস চলাচল করছে। তবে স্বাভাবিকভাবে চলছে না কোনো বেসরকারি পরিবহনের বাস। এর ফলে সড়কে দাপিয়ে বেড়াচ্ছে রিকশা, সিএনজি অটোরিকশা, প্রাইভেট কার ও মাইক্রোবাস।
সড়কে বাস না থাকায় গন্তব্যে যেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। যাত্রীরা রিকশা, সিএনজি ছাড়াও যে যেভাবে পারছে তাদের গন্তব্যে ছুটছে। এতে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া।
সিরাজুল ইসলাম নামের এক যাত্রী অভিযোগ করে বলেন, 'তেলের দাম বাড়ার কারণে গণপরিবহন বন্ধ করে দেওয়ায় ভোগান্তিতে পড়লাম আমরা সাধারণ যাত্রীরা। আমাদের কথা না ভাবে সরকার, না ভাবে পরিবহন মালিকেরা। সবাই যার যার স্বার্থ নিয়েই ব্যস্ত। বাস বন্ধ থাকলে সাধারণ মানুষের এতে কতটা যে ভোগান্তি হতে পারে, সেটা অনুধাবন করার মতো ক্ষমতা কারও নেই। পরিবহন মালিকেরা তেলের দাম বাড়ার অজুহাতে ভাড়া বাড়ানোর পাঁয়তারায় বাস বন্ধ করে দিয়েছে।'
এদিক গণপরিবহন না থাকায় আগের থেকে বেশি যাত্রী পাচ্ছেন রিকশাচালকেরা। তবে ভাড়া বেশি নেওয়ার অভিযোগ করেছে যাত্রীরা। এ বিষয়ে রিকশাচালক রহিম আলী বলেন, 'বাস বন্ধ, তাই ৪০ থেকে ৫০ টাকার নিচে এখন কোনো ভাড়া নেই। সকাল থেকে ভালোই যাত্রী পেয়েছি। সব সময় তো আর এমন সুযোগ থাকে না। যাত্রীরাও যুক্তি করে দুজন মিলে বিভিন্ন গন্তব্য যাচ্ছে, তাই আমরাও ভাড়া বেশি নিতেছি।'
তেলের দাম কমানোর দাবিতে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান ও ট্যাংক লরি-প্রাইম মুভার মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ আজ থেকে ধর্মঘট ডেকেছিল। সার্বিক বিষয়ে সংগঠনের সমন্বয়ক হোসেন আহমেদ মজুমদার আজকের পত্রিকাকে বলেন, 'শান্তিপূর্ণভাবে সারা দেশে আমাদের ধর্মঘট চলছে। সারা দেশে কোথাও আমাদের ট্রাক, কাভার্ড ভ্যান চলছে না। দাবি না মানা হলে ধর্মঘট চলতেই থাকবে। এখন পর্যন্ত সরকারের তরফ থেকে আমাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি।'
তেলের দাম বৃদ্ধির কারণে বাসের ভাড়া পুনর্নির্ধারণ করতে সরকারকে চিঠি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। আগামী রোববার বিআরটিএতে ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে লঞ্চমালিকেরাও ভাড়া বাড়াতে চান। এ বিষয়ে আগামী সোমবার সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে অঘোষিতভাবে চলছে পরিবহন ধর্মঘট। এর ফলে শুক্রবার সকাল থেকেই রাজধানীর কোনো রুটে চলছে না গণপরিবহন। এতে ভোগান্তিতে পড়েছে রাস্তায় বের হওয়া যাত্রীরা। এদিকে ট্রাক-কাভার্ড ভ্যান ধর্মঘটের পূর্বঘোষণা থাকায় রাজধানীর কোথাও পণ্য পরিবহনের ট্রাক-কাভার্ড ভ্যান চলতে দেখা যায়নি।
সরেজমিন ঘুরে দেখা যায়, রাজধানীর বিভিন্ন সড়কে মাঝেমধ্যে দু-একটি বিআরটিসির বাস চলাচল করছে। তবে স্বাভাবিকভাবে চলছে না কোনো বেসরকারি পরিবহনের বাস। এর ফলে সড়কে দাপিয়ে বেড়াচ্ছে রিকশা, সিএনজি অটোরিকশা, প্রাইভেট কার ও মাইক্রোবাস।
সড়কে বাস না থাকায় গন্তব্যে যেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। যাত্রীরা রিকশা, সিএনজি ছাড়াও যে যেভাবে পারছে তাদের গন্তব্যে ছুটছে। এতে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া।
সিরাজুল ইসলাম নামের এক যাত্রী অভিযোগ করে বলেন, 'তেলের দাম বাড়ার কারণে গণপরিবহন বন্ধ করে দেওয়ায় ভোগান্তিতে পড়লাম আমরা সাধারণ যাত্রীরা। আমাদের কথা না ভাবে সরকার, না ভাবে পরিবহন মালিকেরা। সবাই যার যার স্বার্থ নিয়েই ব্যস্ত। বাস বন্ধ থাকলে সাধারণ মানুষের এতে কতটা যে ভোগান্তি হতে পারে, সেটা অনুধাবন করার মতো ক্ষমতা কারও নেই। পরিবহন মালিকেরা তেলের দাম বাড়ার অজুহাতে ভাড়া বাড়ানোর পাঁয়তারায় বাস বন্ধ করে দিয়েছে।'
এদিক গণপরিবহন না থাকায় আগের থেকে বেশি যাত্রী পাচ্ছেন রিকশাচালকেরা। তবে ভাড়া বেশি নেওয়ার অভিযোগ করেছে যাত্রীরা। এ বিষয়ে রিকশাচালক রহিম আলী বলেন, 'বাস বন্ধ, তাই ৪০ থেকে ৫০ টাকার নিচে এখন কোনো ভাড়া নেই। সকাল থেকে ভালোই যাত্রী পেয়েছি। সব সময় তো আর এমন সুযোগ থাকে না। যাত্রীরাও যুক্তি করে দুজন মিলে বিভিন্ন গন্তব্য যাচ্ছে, তাই আমরাও ভাড়া বেশি নিতেছি।'
তেলের দাম কমানোর দাবিতে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান ও ট্যাংক লরি-প্রাইম মুভার মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ আজ থেকে ধর্মঘট ডেকেছিল। সার্বিক বিষয়ে সংগঠনের সমন্বয়ক হোসেন আহমেদ মজুমদার আজকের পত্রিকাকে বলেন, 'শান্তিপূর্ণভাবে সারা দেশে আমাদের ধর্মঘট চলছে। সারা দেশে কোথাও আমাদের ট্রাক, কাভার্ড ভ্যান চলছে না। দাবি না মানা হলে ধর্মঘট চলতেই থাকবে। এখন পর্যন্ত সরকারের তরফ থেকে আমাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি।'
তেলের দাম বৃদ্ধির কারণে বাসের ভাড়া পুনর্নির্ধারণ করতে সরকারকে চিঠি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। আগামী রোববার বিআরটিএতে ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে লঞ্চমালিকেরাও ভাড়া বাড়াতে চান। এ বিষয়ে আগামী সোমবার সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।
গাইবান্ধার সাঘাটায় ঘরের চালা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তিনজন নিহত হয়েছেন। উদ্ধার করতে গিয়ে একে একে প্রাণ হারান তাঁরা।
৪ মিনিট আগেএকাডেমিক কার্যক্রম শুরু, নতুন নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং পাঁচ দফা বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণার দাবিতে কুয়েট শিক্ষার্থীরা আবারও আন্দোলনের ঘোষণা দিয়েছেন। আন্দোলনের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েলফেয়ার সেন্টারের বারান্দায় স্থাপিত সংগ্রামের মঞ্চে...
৬ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জ থেকে সব আন্তনগর ট্রেন চালুর দাবিতে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা শহরের রেলস্টেশনে শান্তিপূর্ণ অবস্থান ও মতবিনিময় কর্মসূচি পালন করেছে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি। পরে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতৃবৃন্দ।
৭ মিনিট আগেময়মনসিংহের এপেক্স হাসপাতালের ভুল চিকিৎসায় ১৩ বছর বয়সী তাইয়্যিবা তাবাসসুম তন্দ্রার মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের শাস্তির দাবিতে ত্রিশালে মানববন্ধন করেছেন স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী।
৯ মিনিট আগে