নিজস্ব প্রতিবেদক
ঢাকা: রাজধানীর মগবাজারে শরমা হাউসে গ্যাস বিস্ফোরণে সাতজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) কমিশনার শফিকুল ইসলাম।
ডিএমপি কমিশনার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, এখন পর্যন্ত জানতে পেরেছি, মগবাজারের শরমা হাউসে গ্যাস বিস্ফোরণ আশপাশের সাতটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া তিনটি বাসও ক্ষতিগ্রস্ত হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর একজন কর্মকর্তা আজকের পত্রিকাকে জানান, বিস্ফোরণে চারদিকে ক্ষতি হয়েছে। ভবনের সামনের ও পেছনের অংশ উড়ে গেছে। ভেতরে থাকা ভারী ফ্রিজ কয়েক মিটার দূরে গিয়ে পড়েছে। শরমা হাউসের গ্যাস জমে বিস্ফোরণ হতে পারে। বিস্ফোরকের কারণে এই বিস্ফোরণ ঘটেছে কি–না সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। কারণ সাধারণ কোনো বিস্ফোরণে এমন হওয়ার কথা না। ঘটনাস্থলে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট, সিআইডিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা আলামত সংগ্রহ করেছে।
এদিকে বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণের কথা উড়িয়ে দিয়েছেন ঘটনাস্থলের চারটি ভবন দূরের জোনায়েত স্টোরের মালিক বশির। তিনি বলেন, বিস্ফোরণের কয়েক মিনিট পর পর্যন্ত বিদ্যুৎ ছিল। ট্রান্সফরমার বিস্ফোরণ ঘটলে বিদ্যুৎ থাকত না।
পাশের বাসার বাসিন্দা শাওন বলেন, সাউন্ড গ্রেনেড বিস্ফোরণের মতো প্রচণ্ড শব্দে অজ্ঞান হওয়ার অবস্থা হয়েছিল। প্রায় পাঁচ মিনিট পর বাইরে এসে দেখি ভবনের ভেতরে ও বাইরে মানুষ কাতরাচ্ছে। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। এর মধ্যে একটা শিশু ঘটনাস্থলেই মারা গেছে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, বিস্ফোরণে তিনতলা ভবনের নিচতলার অধিকাংশ উড়ে গেছে। দুমড়ে মুচড়ে গেছে ভবনের সামনের তিনটি যাত্রীবাহী বাস। ভবনের প্রায় ৮ মিটার দূরে স্টিলের দরজা এসে আঘাত করেছে। উড়ে গেছে মগবাজার ৭৯ আউটার সার্কুলার রোডের ভবন ‘রাখী নীড় প্লাজার’ সাইনবোর্ড। ভবন থেকে প্রায় ৩০ মিটার দূরে ফ্লাইওভারের ওপর লাব্বাইক পরিবহনের একটি বাসও দুমড়ে মুচড়ে গেছে। ভবনের ভেতর থাকা ভারী জেনারেটরটি রাস্তায় এসে পড়েছে। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে ভবন ও বাসের কাচ। ভবনের বিপরীত পাশে প্রায় ৫০ মিটার দূরে অবস্থিত আড়ং–এর তিনতলা পর্যন্ত জানালার কাচ ভেঙে গেছে। ঘটনাস্থলের চারদিকে প্রায় দেড় শ মিটার পর্যন্ত ভবনের জানালার গ্লাস ভেঙে রাস্তায় পড়েছে।
ভবনের নিচতলার বেঙ্গল মিটের কর্মচারী নাসিরউদ্দিন আজকের পত্রিকাকে জানান, ভবনের নিচতলায় পশ্চিম পাশে ঢোকার গেট। গেট দিয়ে ঢুকেই বেঙ্গল মিটের দোকান, বেঙ্গল মিটের পশ্চিম পাশে জেনারেটর। বেঙ্গল মিটের পূর্বপাশে শরমা হাউস। শরমা হাউসের পেছনের অংশ বাঁকা হয়ে বেঙ্গল মিটের পেছনে চলে গেছে। সেখানে শরমা হাউসের রান্নাঘর। পাশের দোকানটি গ্র্যান্ড সুইটস। ভবনের দোতলায় সিঙ্গারের স্টোররুম। মাত্র এক সপ্তাহ আগে সেখানে মালামাল তোলা হয়। বিস্ফোরণে দোতলার ছাদ ভেঙে সিঙ্গারের ফ্রিজসহ বিভিন্ন পণ্য নিচে পড়ে গেছে।
ঢাকা: রাজধানীর মগবাজারে শরমা হাউসে গ্যাস বিস্ফোরণে সাতজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) কমিশনার শফিকুল ইসলাম।
ডিএমপি কমিশনার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, এখন পর্যন্ত জানতে পেরেছি, মগবাজারের শরমা হাউসে গ্যাস বিস্ফোরণ আশপাশের সাতটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া তিনটি বাসও ক্ষতিগ্রস্ত হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর একজন কর্মকর্তা আজকের পত্রিকাকে জানান, বিস্ফোরণে চারদিকে ক্ষতি হয়েছে। ভবনের সামনের ও পেছনের অংশ উড়ে গেছে। ভেতরে থাকা ভারী ফ্রিজ কয়েক মিটার দূরে গিয়ে পড়েছে। শরমা হাউসের গ্যাস জমে বিস্ফোরণ হতে পারে। বিস্ফোরকের কারণে এই বিস্ফোরণ ঘটেছে কি–না সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। কারণ সাধারণ কোনো বিস্ফোরণে এমন হওয়ার কথা না। ঘটনাস্থলে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট, সিআইডিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা আলামত সংগ্রহ করেছে।
এদিকে বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণের কথা উড়িয়ে দিয়েছেন ঘটনাস্থলের চারটি ভবন দূরের জোনায়েত স্টোরের মালিক বশির। তিনি বলেন, বিস্ফোরণের কয়েক মিনিট পর পর্যন্ত বিদ্যুৎ ছিল। ট্রান্সফরমার বিস্ফোরণ ঘটলে বিদ্যুৎ থাকত না।
পাশের বাসার বাসিন্দা শাওন বলেন, সাউন্ড গ্রেনেড বিস্ফোরণের মতো প্রচণ্ড শব্দে অজ্ঞান হওয়ার অবস্থা হয়েছিল। প্রায় পাঁচ মিনিট পর বাইরে এসে দেখি ভবনের ভেতরে ও বাইরে মানুষ কাতরাচ্ছে। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। এর মধ্যে একটা শিশু ঘটনাস্থলেই মারা গেছে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, বিস্ফোরণে তিনতলা ভবনের নিচতলার অধিকাংশ উড়ে গেছে। দুমড়ে মুচড়ে গেছে ভবনের সামনের তিনটি যাত্রীবাহী বাস। ভবনের প্রায় ৮ মিটার দূরে স্টিলের দরজা এসে আঘাত করেছে। উড়ে গেছে মগবাজার ৭৯ আউটার সার্কুলার রোডের ভবন ‘রাখী নীড় প্লাজার’ সাইনবোর্ড। ভবন থেকে প্রায় ৩০ মিটার দূরে ফ্লাইওভারের ওপর লাব্বাইক পরিবহনের একটি বাসও দুমড়ে মুচড়ে গেছে। ভবনের ভেতর থাকা ভারী জেনারেটরটি রাস্তায় এসে পড়েছে। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে ভবন ও বাসের কাচ। ভবনের বিপরীত পাশে প্রায় ৫০ মিটার দূরে অবস্থিত আড়ং–এর তিনতলা পর্যন্ত জানালার কাচ ভেঙে গেছে। ঘটনাস্থলের চারদিকে প্রায় দেড় শ মিটার পর্যন্ত ভবনের জানালার গ্লাস ভেঙে রাস্তায় পড়েছে।
ভবনের নিচতলার বেঙ্গল মিটের কর্মচারী নাসিরউদ্দিন আজকের পত্রিকাকে জানান, ভবনের নিচতলায় পশ্চিম পাশে ঢোকার গেট। গেট দিয়ে ঢুকেই বেঙ্গল মিটের দোকান, বেঙ্গল মিটের পশ্চিম পাশে জেনারেটর। বেঙ্গল মিটের পূর্বপাশে শরমা হাউস। শরমা হাউসের পেছনের অংশ বাঁকা হয়ে বেঙ্গল মিটের পেছনে চলে গেছে। সেখানে শরমা হাউসের রান্নাঘর। পাশের দোকানটি গ্র্যান্ড সুইটস। ভবনের দোতলায় সিঙ্গারের স্টোররুম। মাত্র এক সপ্তাহ আগে সেখানে মালামাল তোলা হয়। বিস্ফোরণে দোতলার ছাদ ভেঙে সিঙ্গারের ফ্রিজসহ বিভিন্ন পণ্য নিচে পড়ে গেছে।
ঠাকুরগাঁওয়ে গবাদিপশুর ভাইরাসজনিত লাম্পি স্কিন ডিজিজে (এলএসডি) আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে অন্তত ৭২টি গরু। গত প্রায় দুই মাসে এ গরুগুলোর মৃত্যু হয়েছে। একই সময়ে জেলার পাঁচটি উপজেলায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ৩৮০টি গরু।
৪২ মিনিট আগেটাঙ্গাইলের মধুপুরের চলতি মৌসুমে কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। প্রচন্ড গরমে কাঁঠাল পেকে যাওয়ায় বাজারে এ ফলের আধিক্য বেড়েছে। তবে রোদ-বৃষ্টির সাথে সাথে কাঁঠালের দাম ওঠা-নামা করায় বিপাকে পড়েছেন ব্যবসায়িরা। তবে কাঁঠালের দাম নাগালের মধ্যে থাকায় ভোক্তারা খুশি।
১ ঘণ্টা আগেগাইবান্ধা ও কুড়িগ্রাম সীমান্তে তিস্তা নদীর ওপর নির্মাণ করা হয়েছে তিস্তা সেতু। নদীর নামের সঙ্গে মিলয়েই এ নামকরণ করা হয়েছে। এখন শুধু অপেক্ষা সেতুটি উদ্বোধনের। সেতুটি দিয়ে যান চলাচল শুরু করলেই গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের যাতায়াত আরও সহজ হবে। এলাকার উৎপাদিত পণ্য সারা দেশে...
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পারিবারিক কলহের জেরে ইতি আক্তার (২৫) নামের এক নারী খুন হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত ওই নারীর স্বামী বিল্লাল হোসেনকে (৩২) আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৫ জুলাই) রাতে নারায়য়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি বাতানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে