Ajker Patrika

ফের আইডিয়াল ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ২২: ২৬
ফের আইডিয়াল ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৯

ফের আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ জন আহত হয়েছেন। তবে সংঘর্ষ আরও তীব্র হওয়ার আগেই দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা শিক্ষার্থীদের স্ব-স্ব ক্যাম্পাসে ফিরিয়ে নেয়।

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে সামনে ঢাকা কলেজের ‘শঙ্খনীল বাস’ নামে একটি বাস ভাঙচুর করে আইডিয়ালের শিক্ষার্থীরা। তাঁরা বাসটি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় বাসে থাকা শিক্ষার্থীরা বাসের মেঝেতে শুয়ে পড়েন। ইটের আঘাতে ৭-৮ জন শিক্ষার্থী আহত হন। তাঁদের উদ্ধার করে পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এই খবর ঢাকা কলেজে ছড়িয়ে পরলে, এর প্রতিবাদে ঢাকা কলেজের প্রায় ২০০ শিক্ষার্থী আইডিয়াল কলেজ অভিমুখে এগিয়ে যায়। এ সময় গ্রিনরোডে আইডিয়াল ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি শান্ত করতে এ সময় পুলিশ ও সেনাবাহিনী গ্রিনরোড ও সাইন্সল্যাব রাস্তার সংযোগস্থলে ব্যারিকেড দিয়ে রাখে। এতে গ্রিনরোডে যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ তীব্র হওয়ার আগেই দুই কলেজের শিক্ষকেরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। মিরপুর সড়কে থাকা আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সরিয়ে কলেজ ক্যাম্পাসে নিয়ে যেতে বাধ্য করে পুলিশ ও আইডিয়াল কলেজের শিক্ষকেরা। ঢাকা কলেজের শিক্ষার্থীদেরও তাদের ক্যাম্পাসের দিকে সরিয়ে দেওয়া হয়। এ সময় সাইন্সল্যাব ও আইডিয়াল কলেজের সামনে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

এর আগে, গত ১০ সেপ্টেম্বর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ায়। এতে উভয় কলেজের ১৫ জন শিক্ষার্থী হয়। এ ঘটনার প্রেক্ষিতে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের ১১ ও ১২ সেপ্টেম্বরের ক্লাস বন্ধ করা হয়েছিল।

পুলিশের নিউমার্কেট অঞ্চলের সহকারী কমিশনার তারিক লতিফ বলেন, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পর শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে বসে বিষয়টি সমাধান করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত