Ajker Patrika

ভোরের ঢাকায় ছিনতাই, অস্ত্রসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ১৮: ৫০
ভোরের ঢাকায় ছিনতাই, অস্ত্রসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

রাজধানীর ধানমন্ডিতে দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনায় দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে ধানমন্ডির রাপা প্লাজার সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা ভোরের দিকে রাজধানীতে ছিনতাই করে থাকে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. আবদুল আউয়াল (৩৫), মো. শফিকুল ইসলাম সাগর (২১) ও মো. সোহেল প্রকাশ ওরফে কানা সোহেল (৩০)।

পুলিশ বলছে, গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে দুটি চাপাতি, একটি লোহার রড ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি হলুদ রঙের পিকআপ ভ্যান জব্দ করা হয়।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘এই চক্রটি ভোরের ঢাকাতে ঘুরে ঘুরে ছিনতাই করে থাকে।’

ধানমন্ডি থানা সূত্রে জানা যায়, জেহাদুল ইসলাম মনি ও তাঁর স্ত্রী মির্জা ফাতিমা জাহান দম্পতি ১৬ অক্টোবর ভোরে বরগুনা থেকে এসে রাসেল স্কয়ার বাসস্ট্যান্ডে গাড়ি থেকে নামেন। বাসস্ট্যান্ড থেকে রিকশাযোগে রওনা হয়ে ভোর ৪টা ১৫ মিনিটে ধানমন্ডির রোড নম্বর-১৩/এ, বাসা নম্বর-২৩–এর সামনে পৌঁছান। রিকশা থেকে নামার মুহূর্তে অজ্ঞাতনামা তিনজন ছিনতাইকারী একটি হলুদ রঙের পিকআপ দিয়ে তাঁদের গতিরোধ করে। তারা ধারালো চাপাতি ও লোহার রড দিয়ে ভয়ভীতি দেখিয়ে ও মারধর করে ভুক্তভোগীর স্ত্রীর ব্যবহার করা একটি মোবাইল ফোন, একটি ভ্যানিটি ব্যাগ, একটি ইবিএল ব্যাংকের এটিএম কার্ড ও এনআইডি কার্ড ছিনিয়ে নেয়। তাদের মারধরে জেহাদুল ইসলাম মনির স্ত্রী শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

আরও জানা যায়, ধানমন্ডি সোসাইটি উল্লেখিত ঘটনাটি পুলিশকে জানালে ধানমন্ডি থানা-পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং গোয়েন্দা তথ্যপ্রযুক্তির সহায়তায় ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের শনাক্ত করে। পরে আজ ভোরে ধানমন্ডি রাফা প্লাজার সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। এ ঘটনায় ভুক্তভোগী জেহাদুল ইসলাম মনির অভিযোগের ভিত্তিতে আজ ধানমন্ডি মডেল থানায় একটি মামলা রুজু হয়।

পুলিশ বলছে, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তাঁরা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। এ চক্রটি দীর্ঘদিন যাবৎ ধানমন্ডি, শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর এলাকায় পিকআপযোগে ছিনতাই করে আসছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত