Ajker Patrika

হাইকোর্টের আদেশে কাশিমপুর কারাগারে বন্দীর বিয়ে

হাইকোর্টের আদেশে কাশিমপুর কারাগারে বন্দীর বিয়ে

গাজীপুরের কাশিমপুর কারাগারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বন্দীর সঙ্গে মামলার ভুক্তভোগী নারীর বিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে হাইকোর্টের আদেশে উভয় পক্ষের স্বজন ও আইনজীবীদের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কারাগার-১ এ ডেপুটি জেলার তানিয়া ফারজানা। তিনি জানান, কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার দেওঘর গ্রামের মো. শাহেদ মিয়ার ছেলে কারাবন্দী মো. নাঈমের বিয়ে হয় মামলার ভুক্তভোগী নারীর সঙ্গে। ওই নারীর বাড়িও একই জেলায়।

কাশিমপুর কারাগার-১ এর ডেপুটি জেলার তানিয়া ফারজানা জানান, ‘হাইকোর্টের নির্দেশে এ বিয়ে সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে কারা অফিস কক্ষে উভয় পরিবারের স্বজন ও আইনজীবীদের উপস্থিতিতে বিয়ের কাজ শেষ হয়।’

মিরপুর থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেপ্তারের পর নাঈমকে ২০২০ সালে ঢাকা থেকে কাশিমপুর কারাগারে স্থানান্তরিত করা হয়। বিয়ের পর ওই নারী বরের স্বজনদের সঙ্গে শ্বশুরবাড়ি চলে গেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত