Ajker Patrika

ভৈরব বইমেলা পরিষদের নতুন সভাপতি সাগর, সম্পাদক শাহেদ

আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ২২: ২৮
ভৈরব বইমেলা পরিষদের নতুন সভাপতি সাগর, সম্পাদক শাহেদ

একুশে বইমেলা আয়োজনকে কেন্দ্র করে গড়ে ওঠা সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন ‘ভৈরব বইমেলা পরিষদ’। এ বছর তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি হিসেবে উদ্‌যাপন করেছে সংগঠনটি।

সংগঠনের নেতৃত্বে এবার নতুন মুখ এসেছে। বিশিষ্ট নাট্যকর্মী, অভিনেতা ও লেখক মতিউর রহমান সাগর সভাপতি এবং স্থানীয় সরকারি জিল্লুর রহমান কলেজের শিক্ষক ও মুক্তিযুদ্ধ গবেষক ফজলুল হক শাহেদ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এর আগে রজতজয়ন্তী অনুষ্ঠানের শেষ দিনে সাধারণ অধিবেশন করে আগের সভাপতি আতিক আহমেদ সৌরভ এবং সাধারণ সম্পাদক সুমন মোল্লা বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

২০২৩-২০২৪ সালের এই কমিটির নেতৃত্বে আয়োজিত হবে সামনের ভৈরব একুশে বইমেলা।

২৫ বছর পূর্তির অনুষ্ঠান ঢাকার মঞ্চের সফল নাটক ‘কঞ্জুস’ ও ‘কনডেম সেল’, আহকাম উল্লাহর আবৃত্তি, গজল শিল্পী সুমন রাহাতের গান এবং স্থানীয় শিল্পীদের সমাগমে মিলনমেলায় পরিণত হয়।

নবনির্বাচিত সভাপতি মতিউর রহমান সাগর বলেন, ‘ভৈরবের মানুষ বইমেলা পরিষদের কাছে অনেক ভালো কিছু প্রত্যাশা করে আর এটাই আমাদের সবচেয়ে সর্বজনীন একটি মঞ্চ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত