Ajker Patrika

দম্পতিকে মারধর করে টাকা-এটিএম কার্ড ছিনতাই: ঢাবি ছাত্রলীগের ২ নেতাসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা

ঢাবি প্রতিনিধি
Thumbnail image

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দম্পতিকে মারধর, ২২ হাজার টাকা ছিনতাই ও এটিএম কার্ড হাতিয়ে নেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল শাখা ছাত্রলীগের দুই সদস্যের নাম উল্লেখ এবং ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে। 

মামলায় নাম উল্লেখ করা হল শাখা ছাত্রলীগের সদস্য ও ইতিহাস বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী ফাহিম তাজওয়ার জয়, তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের সাজিদ আহমেদ। সাজিদ আহমেদও হল শাখা ছাত্রলীগের সদস্য হিসেবে রয়েছেন। 

মাস্টারদা সূর্যসেন হলের প্রিন্সিপাল অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মো. আব্দুল মোতালেব বাদী হয়ে আজ সোমবার এ মামলা দায়ের করেন। 

মামলার এজাহার থেকে জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি রাতে ভুক্তভোগী দম্পতিকে শহীদ মিনার এলাকায় জয়-সাজিদসহ আরও ১০ থেকে ১২ জন খারাপ ভাষায় গালাগাল, শ্লীলতাহানি ও মারধর করে। এ সময় তাঁদের থেকে ২২ হাজার টাকা ও এটিএম কার্ড ছিনতাই করে। খবর পেয়ে মামলার বাদী ঘটনাস্থলে উপস্থিত হলে তাঁকে ও তাঁর ছেলেকে সেখানে মারধর করা হয়। 

আব্দুল মোতালেব আজকের পত্রিকাকে বলেন, ‘আমি দিনরাত ছাত্রদের জন্য কাজ করি, আমার পরিচয় দেওয়ার পরেও ছিনতাইকারীদের হাত থেকে রেহাই পায়নি তাঁরা। আমি নিজেও ঘটনাস্থলে গিয়েছি, আমার ভাগনি ও তাঁর স্বামী ছিনতাইকারীদের হাত থেকে রক্ষা পায়নি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কী শিখছে।’ 

মোতালেব আরও বলেন, ‘ওই দিন রাতে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল প্রশাসনকে অবহিত করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে আইনের দ্বারস্থ হতে পরামর্শ দিয়েছেন।’ 

এ বিষয়ে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ বলেন, ‘মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তদের আইনের আওতায় নেওয়ার চেষ্টা চলছে।’ 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি অবহিত হয়েছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক সহযোগিতা করা হবে এবং অভিযোগ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত