কূটনৈতিক প্রতিবেদক
ঢাকা: বাংলাদেশের স্থানীয় ওষুধ প্রস্তুতকারকদের সঙ্গে মিলে করোনার টিকাউৎপাদনের প্রস্তাব দিয়েছে রাশিয়া। তবে ফর্মুলা গোপন রাখার শর্ত দেওয়া হয়েছে। এ শর্তে রাজি হয়েছে সরকার।
জানা গেছে, বাংলাদেশ মূলত রাশিয়ার কাছ থেকে সরাসরি টিকা আমদানি করতে চেয়েছিল। কিন্তু চাহিদা অনুযায়ী টিকা হাতে নেই বলে জানিয়েছে ঢাকায় রুশ দূতাবাস। এমতাবস্থায় রাশিয়ার পক্ষ থেকে বাংলাদেশে টিকা উৎপাদনের প্রস্তাব দেওয়া হয়। বাংলাদেশ সরকার তাতে সম্মত হয়েছে।
রাশিয়ার সঙ্গে টিকা উৎপাদনে চুক্তি হয়েছে কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আবদুল মোমেন সংবাদ মাধ্যমকে বলেন, কিছু টিকা আমরা সরাসরি টাকা দিয়ে কিনব। আর ফর্মুলা গোপন রাখার শর্তে কিছু বাংলাদেশে উৎপাদন করা হবে। তবে ফর্মুলা বাইরে কোথাও দিতে পারব না। তাদের কাছ থেকে ফর্মুলা পাওয়ার প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে। আমরা শুধু যোগাযোগ করিয়ে দিয়েছি।
দেশে করোনা পরিস্থিতির ভয়ানক অবনতির পরিপ্রেক্ষিতে মার্চের শুরুর দিকেই টিকা রপ্তানি স্থগিত করে ভারত সরকার। ফলে সেরাম ইনস্টিটিউট থেকে এখনই টিকা পাওয়া অনিশ্চিত হওয়ায় বিকল্প উৎস থেকে সংগ্রহের চেষ্টা শুরু করেছে বাংলাদেশ। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স উদ্যোগের টিকা পাওয়ার বিষয়েও এখনো নিশ্চয়তা মেলেনি। এ পরিস্থিতিতে বাংলাদেশকে ভরসা করতে হচ্ছে চীন ও রাশিয়ার ওপর।
আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) পর্যন্ত দেশে প্রথম ও দ্বিতীয় ডোজ মিলে দেওয়া হয়েছে প্রায় ৭৭ লাখ ৪৭ হাজার ডোজ টিকা। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৫৭ লাখ ৭৮ হাজার ৬৮৬ জন। অন্যদিকে দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ১৯ লাখ ৬৭ হাজার ৯৭৫ জন। সে অনুযায়ী বর্তমানে মজুত দিয়ে দ্বিতীয় ডোজ সম্পন্ন করা সম্ভব নয়।
ফলে চলমান টিকাদান কর্মসূচি শেষ করা এখন অনেকটাই অনিশ্চিত। এই মুহূর্তে দ্বিতীয় ডোজ টিকার জন্য প্রয়োজনীয় ডোজের চেয়ে ১২ লাখের বেশি ডোজ ঘাটতি রয়েছে। প্রথম ডোজ দেওয়া অব্যাহত থাকলে ঘাটতির পরিমাণ আরও বাড়বে।
ঢাকা: বাংলাদেশের স্থানীয় ওষুধ প্রস্তুতকারকদের সঙ্গে মিলে করোনার টিকাউৎপাদনের প্রস্তাব দিয়েছে রাশিয়া। তবে ফর্মুলা গোপন রাখার শর্ত দেওয়া হয়েছে। এ শর্তে রাজি হয়েছে সরকার।
জানা গেছে, বাংলাদেশ মূলত রাশিয়ার কাছ থেকে সরাসরি টিকা আমদানি করতে চেয়েছিল। কিন্তু চাহিদা অনুযায়ী টিকা হাতে নেই বলে জানিয়েছে ঢাকায় রুশ দূতাবাস। এমতাবস্থায় রাশিয়ার পক্ষ থেকে বাংলাদেশে টিকা উৎপাদনের প্রস্তাব দেওয়া হয়। বাংলাদেশ সরকার তাতে সম্মত হয়েছে।
রাশিয়ার সঙ্গে টিকা উৎপাদনে চুক্তি হয়েছে কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আবদুল মোমেন সংবাদ মাধ্যমকে বলেন, কিছু টিকা আমরা সরাসরি টাকা দিয়ে কিনব। আর ফর্মুলা গোপন রাখার শর্তে কিছু বাংলাদেশে উৎপাদন করা হবে। তবে ফর্মুলা বাইরে কোথাও দিতে পারব না। তাদের কাছ থেকে ফর্মুলা পাওয়ার প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে। আমরা শুধু যোগাযোগ করিয়ে দিয়েছি।
দেশে করোনা পরিস্থিতির ভয়ানক অবনতির পরিপ্রেক্ষিতে মার্চের শুরুর দিকেই টিকা রপ্তানি স্থগিত করে ভারত সরকার। ফলে সেরাম ইনস্টিটিউট থেকে এখনই টিকা পাওয়া অনিশ্চিত হওয়ায় বিকল্প উৎস থেকে সংগ্রহের চেষ্টা শুরু করেছে বাংলাদেশ। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স উদ্যোগের টিকা পাওয়ার বিষয়েও এখনো নিশ্চয়তা মেলেনি। এ পরিস্থিতিতে বাংলাদেশকে ভরসা করতে হচ্ছে চীন ও রাশিয়ার ওপর।
আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) পর্যন্ত দেশে প্রথম ও দ্বিতীয় ডোজ মিলে দেওয়া হয়েছে প্রায় ৭৭ লাখ ৪৭ হাজার ডোজ টিকা। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৫৭ লাখ ৭৮ হাজার ৬৮৬ জন। অন্যদিকে দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ১৯ লাখ ৬৭ হাজার ৯৭৫ জন। সে অনুযায়ী বর্তমানে মজুত দিয়ে দ্বিতীয় ডোজ সম্পন্ন করা সম্ভব নয়।
ফলে চলমান টিকাদান কর্মসূচি শেষ করা এখন অনেকটাই অনিশ্চিত। এই মুহূর্তে দ্বিতীয় ডোজ টিকার জন্য প্রয়োজনীয় ডোজের চেয়ে ১২ লাখের বেশি ডোজ ঘাটতি রয়েছে। প্রথম ডোজ দেওয়া অব্যাহত থাকলে ঘাটতির পরিমাণ আরও বাড়বে।
চট্টগ্রাম নগরীর একটি কনভেনশন হলে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক ফখরুল আনোয়ার আটক হয়েছেন। একই সঙ্গে তাঁর ভাতিজি খাদিজাতুল আনোয়ার সনি (সাবেক এমপি) আটক হয়েছেন বলে গুঞ্জন উঠলেও তা নিশ্চিত হওয়া যায়নি।
৫ ঘণ্টা আগেমানিকগঞ্জের ঘিওরে পচা মিষ্টির রসের সঙ্গে ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য মিশিয়ে তৈরি করা হচ্ছে শিশুদের প্রিয় খাবার সন্দেশ ও টফি; যা প্যাকেটজাত করে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয় বিভিন্ন জেলায়। অর্থ লেনদেন হয় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।
৬ ঘণ্টা আগেপ্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) জিপিএ-৫ না পেয়ে হতাশ হয়েছিলেন ইমা আক্তার। তারপর অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমের ফলে বাকি সব পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। এবার তিনি ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।
৬ ঘণ্টা আগেঝিনাইদহে পিকনিকে গিয়ে বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বাগেরহাট সদরের চুলকাঠি এলাকার শিশু কানন আদর্শ বিদ্যাপীঠের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্তত অর্ধশতাধিক লোক। শনিবার বিকেল সাড়ে ৫ টা থেকে রাত ৮টা পর্যন্ত সময়ের মধ্যে ৫ম শ্রেণির শিক্ষার্থী অহনা ইসলাম মৌ, ৪র্থ শ্রেণির আম্মার, উজান কর্মকার, ১ম শ্রেণির মায়াং
৬ ঘণ্টা আগে