Ajker Patrika

বাংলাদেশকে ভ্যাকসিনের ফর্মুলা দেবে রাশিয়া

কূটনৈতিক প্রতিবেদক
আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ১৭: ২৬
বাংলাদেশকে ভ্যাকসিনের ফর্মুলা দেবে রাশিয়া

ঢাকা: বাংলাদেশের স্থানীয় ওষুধ প্রস্তুতকারকদের সঙ্গে মিলে করোনার টিকাউৎপাদনের প্রস্তাব দিয়েছে রাশিয়া। তবে ফর্মুলা গোপন রাখার শর্ত দেওয়া হয়েছে। এ শর্তে রাজি হয়েছে সরকার।

জানা গেছে, বাংলাদেশ মূলত রাশিয়ার কাছ থেকে সরাসরি টিকা আমদানি করতে চেয়েছিল। কিন্তু চাহিদা অনুযায়ী টিকা হাতে নেই বলে জানিয়েছে ঢাকায় রুশ দূতাবাস। এমতাবস্থায় রাশিয়ার পক্ষ থেকে বাংলাদেশে টিকা উৎপাদনের প্রস্তাব দেওয়া হয়। বাংলাদেশ সরকার তাতে সম্মত হয়েছে।

রাশিয়ার সঙ্গে টিকা উৎপাদনে চুক্তি হয়েছে কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আবদুল মোমেন সংবাদ মাধ্যমকে বলেন, কিছু টিকা আমরা সরাসরি টাকা দিয়ে কিনব। আর ফর্মুলা গোপন রাখার শর্তে কিছু বাংলাদেশে উৎপাদন করা হবে। তবে ফর্মুলা বাইরে কোথাও দিতে পারব না। তাদের কাছ থেকে ফর্মুলা পাওয়ার প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে। আমরা শুধু যোগাযোগ করিয়ে দিয়েছি।

দেশে করোনা পরিস্থিতির ভয়ানক অবনতির পরিপ্রেক্ষিতে মার্চের শুরুর দিকেই টিকা রপ্তানি স্থগিত করে ভারত সরকার। ফলে সেরাম ইনস্টিটিউট থেকে এখনই টিকা পাওয়া অনিশ্চিত হওয়ায় বিকল্প উৎস থেকে সংগ্রহের চেষ্টা শুরু করেছে বাংলাদেশ। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স উদ্যোগের টিকা পাওয়ার বিষয়েও এখনো নিশ্চয়তা মেলেনি। এ পরিস্থিতিতে বাংলাদেশকে ভরসা করতে হচ্ছে চীন ও রাশিয়ার ওপর।

আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) পর্যন্ত দেশে প্রথম ও দ্বিতীয় ডোজ মিলে দেওয়া হয়েছে প্রায় ৭৭ লাখ ৪৭ হাজার ডোজ টিকা। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৫৭ লাখ ৭৮ হাজার ৬৮৬ জন। অন্যদিকে দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ১৯ লাখ ৬৭ হাজার ৯৭৫ জন। সে অনুযায়ী বর্তমানে মজুত দিয়ে দ্বিতীয় ডোজ সম্পন্ন করা সম্ভব নয়।

ফলে চলমান টিকাদান কর্মসূচি শেষ করা এখন অনেকটাই অনিশ্চিত। এই মুহূর্তে দ্বিতীয় ডোজ টিকার জন্য প্রয়োজনীয় ডোজের চেয়ে ১২ লাখের বেশি ডোজ ঘাটতি রয়েছে। প্রথম ডোজ দেওয়া অব্যাহত থাকলে ঘাটতির পরিমাণ আরও বাড়বে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত