Ajker Patrika

ভৈরবে বর্তমান ও সাবেক চেয়ারম্যান সমর্থকদের সংঘর্ষ, নিহত ১

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ১৮: ২০
লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়া দুপক্ষ। ছবি: আজকের পত্রিকা
লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়া দুপক্ষ। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জের ভৈরবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে মিজান মিয়া (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুপক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মিজান মিয়া ভবানীপুরের সুলাইমানপুর মহল্লার রবিউল্লাহর ছেলে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপি গ্রামের বর্তমান চেয়ারম্যান সাফায়েত উল্লাহ ও সাবেক চেয়ারম্যান তোফাজ্জল সমর্থকদের মাঝে সংঘর্ষ হয়। সংঘর্ষে ভবানীপুর গ্রামের বুদর গোষ্ঠী ও মুন্সীবাড়ি গোষ্ঠী মৌটুপি গ্রামের দুই পক্ষের ঝগড়ায় সমর্থন করে। পরে ও বিষয়ে শুক্রবার সকালে ভবানীপুর বাজারে একটি সালিস বসে। সালিস বৈঠকে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষ দুদিকে অবস্থান নিলে বেলা আনুমানিক ১১টার সংঘর্ষ হয়।

স্থানীয়রা জানান, ভবানীপুর সংঘর্ষের ঘটনায় বুদর গোষ্ঠীর পক্ষে নেতৃত্ব দেন শ্রীনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হারুন অর রশিদ, জয়নুদ্দিন সরকার, বাশার মেম্বার ও আজিজুল হক। অপর পক্ষের নেতৃত্ব দেন ময়দর মুন্সীবাড়ি, কামালের বাড়ি ও দেইলার বাড়ির নেতৃত্ব দেন মো. মাসুম মিয়া, আতর মিয়া, মো. হারুন ও মোক্তার হোসেন। সংঘর্ষে ময়দুর মুন্সীর বাড়ির বংশের সুলাইমানপুরের মিজান মিয়া টেঁটাবিদ্ধ হন। পরে আশঙ্কাজনক অবস্থায় ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।

ভৈরব উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কিশোর কুমার বলেন, ‘আমরা মিজান মিয়াকে মৃত অবস্থায় পাই। মরদেহ বেলা ১টার দিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলের নিয়ন্ত্রণ নিয়ে পরিস্থিতি শান্ত করেন। এখন পর্যন্ত আমরা মিজান মিয়া নামে একজন নিহতের সংবাদ পেয়েছি। এ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আওয়ামী লীগকেও পথভ্রষ্ট করেছেন শেখ হাসিনা

গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা ও বাংলাদেশের ক্ষতিপূরণ দাবির উল্লেখ নেই পাকিস্তানের বিবৃতিতে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত