Ajker Patrika

বৈরী আবহাওয়ায় বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ২২ এপ্রিল ২০২২, ২০: ০৯
বৈরী আবহাওয়ায় বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ায় দুর্ঘটনা এড়াতে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে চারটা থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়। 

আজ শুক্রবার বিকেলের দিকে হঠাৎ করেই আকাশ মেঘে ছেয়ে যায় এবং বাতাস শুরু হয়। এ সময় দুর্ঘটনা এড়াতে বাংলাবাজার রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এছাড়া চলাচলরত লঞ্চগুলোকে নদী নিরাপদ স্থানে নোঙর করে থাকতে বলা হয়। 

বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ‘বিকেল সাড়ে চারটা থেকে সকল লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে চলাচল শুরু করবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত