Ajker Patrika

টাঙ্গাইলে বেসরকারি সংস্থা সেতুর হিসাবরক্ষকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি
Thumbnail image

টাঙ্গাইলে বেসরকারি সংস্থা সোশ্যাল অ্যাডভান্সমেন্ট থ্রো ইউনিটির (সেতু) প্রধান কার্যালয় থেকে হিসাবরক্ষকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। পরিবারের দাবি, চার দিন ধরে আটকে রেখে নির্যাতন করে তাঁকে হত্যা করা হয়েছে।

হিসাবরক্ষক হাসান সিরাজগঞ্জের উল্লাপাড়ার পুঠিয়া এলাকার আব্দুল লতিফের ছেলে। তিনি সেতুর জামালপুর শাখায় হিসাবরক্ষকের দায়িত্বে ছিলেন। তাঁর বিরুদ্ধে প্রায় ৪০ লাখ টাকার হিসাবে গরমিল থাকার অভিযোগ রয়েছে।

জানা গেছে, গত সোমবার জামালপুর থেকে টাঙ্গাইল শহরের থানাপাড়ায় সেতুর প্রধান কার্যালয়ে হাসানকে ডেনে আনা হয়। ১৮ সেপ্টেম্বর তাঁর পরিবারকে খবর দেয় কর্তৃপক্ষ। তাঁর পরিবার টাঙ্গাইলে সেতুর কার্যালয়ে এলেও হাসানের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়। গতকাল শুক্রবার রাতে কর্তৃপক্ষ জানায়, হাসান অসুস্থ হয়ে মারা গেছেন। আজ শনিবার সকালে টাঙ্গাইল সদর থানার পুলিশ সেতু কার্যালয় পরিদর্শন করে তাঁকে আটকে রাখার সত্যতা পায় বলে জানায়।

এনজিও কর্মী হাসানের বোনের জামাই শাহ আলম বলেন, জামালপুর থেকে চার দিন আগে তাঁকে ধরে এনে আটকে রাখা হয়। এ সময় টাকার জন্য তাঁকে নির্যাতন করা হয়। যে কারণে তাঁর মৃত্যু হয়। পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে। এনজিওর টাকার হিসাব নিয়ে গরমিল ছিল। কিন্তু তাঁকে এভাবে হত্যা করা হলো।

হাসানের মা সুফিয়া খাতুন বলেন, ‘পোলাডারে আটকে রেখে মেরে ফেলছে তারা। কয়েক দিন আগে অফিসে আসছিলাম। কিন্তু পোলার সঙ্গে দেখা করতে দেয়নি। জীবিত থাকতে ছেলেকে দেখতে পেলাম না।’

এ বিষয়ে যোগাযোগ করা হলে সেতু কর্তৃপক্ষের কেউ বক্তব্য দিতে রাজি হননি।

জানতে চাইলে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ আজকের পত্রিকাকে বলেন, এনজিও কর্মী হাসানকে কয়েক দিন আগে ক্লোজ করে সেতুর প্রধান কার্যালয়ে এনে আটকে রাখা হয়। এভাবে কাউকে আটকে রাখা বেআইনি। কয়েক দিন পর তাঁর লাশ পাওয়া যায়। এ ঘটনায় তাঁর পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত